ডার্মা রোলার দিয়ে টাক মাথায় চুল গজানোর উপায়
ডার্মা রোলার দিয়ে টাক মাথায় চুল গজানোর উপায়। ডার্মা রোলার কি ও এর উপকারিতা। হেয়ার গ্রোথ থেরাপি চিকিৎসায় ডার্মা রোলার এর সঠিক ব্যবহার। স্কিনের সমস্যা দূর করতে ডার্মা রোলার কিভাবে কাজ করে? মাথার চুল গজাতে ডার্মা রোলার কিভাবে কাজ করে। ডার্মা রোলার থেরাপি দেয়ার নিয়মিত টিউটোরিয়াল। ডার্মা রোলার ডার্মালোজিস্টদের প্রথম পছন্দ।
![]() |
ডার্মা রোলার দিয়ে টাক মাথায় চুল গজানোর উপায় |
ডার্মা রোলার এমন একটি ডিভাইস যার মাধ্যমে খুব সহজেই দ্রুত হেয়ার গ্রোথ করা যায়। এডভান্স টেকনোলজির চিকিৎসা ব্যবস্থায় হেয়ার প্লান্টেশন এর চেয়ে ডার্মা রোলার থেরাপি অতি কার্যকর। তাছাড়া ত্বকের বিভিন্ন সমস্যায় ডার্মা রোলার এর কার্যকারিতা বেশ গ্রহন যোগ্য। আপনি কি জানেন ০.৫মিলিমিটারের ডার্মা রোলার মাথার জন্য কত উপকারী একটি থেরাপি।
শুধুমাত্র ডার্মারোলার ব্যবহারেই মাথায় চুল গজানো সম্ভব। ডার্মারোলার সাইজ টাক মাথায় চুল গজানোর জন্য বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ডিজিটাল চিকিৎসা হিসাবেও ডার্মারোলার থেরাপি জনপ্রিয় এবং কার্যকরী। ডার্মারোলার ব্যবহার করার নিয়ম। ডার্মারোলার সাইজ কত হলে চুলের গ্রোথের জন্য ভালো। বড় ডার্মারোলার সাইজ কি চুলে ব্যবহার করা যাবে। ডার্মারোলার কতদিন পর পর ব্যবহার করা ভালো। ডার্মারোলার চুলের স্কালপে কিভাবে রোলিং করতে হবে।
ডার্মারোলার এর উপকারিতা ও কোথায় পাবেন জানুন। চুল পড়া রোধে ডার্মারোলার গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা থেরাপি। ডার্মারোলার ব্যবহার করলে সত্যিই নতুন চুল গজায়। বাসায় ডার্মারোলার ব্যবহার করার আদর্শ নিয়ম। একটি মাইক্রো নিডেলের ডার্মারোলার কতবার ব্যবহার করা যায়। রেগুলার ডার্মারোলার ব্যবহারে নতুন চুল গজায়।
হেয়ার গ্রোথ ডার্মা রোলার কি?
ডার্মা রোলার হচ্ছে অনেক গুলো নিডেল বা সুই এর তৈরি একটি রোলার, যা যে কোনো স্কিনের জন্য উপকারী। মুখের স্কিন বা মাথার ত্বকের কোষ নতুন করে তৈরি করার নিডেল রোলার। টাক মাথায় চুল গজাতে খুবই কার্যকরী একটি থেরাপি রোলার। ডার্মা রোলার ব্যবহারে ত্বকের রক্ত সঞ্চালন খুব দ্রুত বেড়ে যায়, ফলে ত্বকে নতুন কোষ তৈরি হয়। ০.২৫ মিলিমিটার থেকে ২ মিলিমিটার প্রর্যন্ত হয়ে থাকে যা স্কিন অনুযায়ী ব্যবহার করতে হয়।
প্রতিটি ডার্মা রোলারে ২০০ থেকে ৬০০ নিডেল থাকে যা ত্বকে ছোটো ছোটো গর্ত করে রক্ত সঞ্চালন বাড়িযে দেয়। রবারের ভিতরে নিডেলগুলো আটকানো থাকে এবং খুবি সুক্ষ নিডেল দ্বারা তৈরি। মুখের স্কিনের সকল সমস্যা দূর করতে এবং মাথবা দাড়ি দ্রুত গজাতে এই ডার্মা রোলার ব্যবহার করা হয়। নিডেল গুলো এতি সুক্ষ যে ত্বকে রোলিং করলে কোনো যন্ত্রণা বা ব্যাথা অনুভব হয় না। ডার্মা রোলার এর নিডেল গুলো টাইটেনিয়ামের তৈরি হয় যা ত্বকের নিচে খুব দ্রুত রক্ত সঞ্চালন বাড়িযে ত্বকের ভিতরে নতুন নতুন কোষ তৈরি করে।
ডার্মারোলার হচ্ছে সুচালো নিডেলযুক্ত একটি মেশিন। যেখানে অসংখ্য সূচালো নিডেল ধারা যুক্ত থাকে। ডার্মারোলার দিয়ে স্কিনে রোলিং করার মাধ্যমে স্কিনের বিভিন্ন অংশ ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। মাথার স্কিনে গর্ত সৃষ্টির মাধ্যমে বিভিন্ন রকমের চুল গজানোর অ্যান্টিজেন এবং কোষ তৈরি হয়। ফলে ওই সকল স্থান থেকে খুব দ্রুত চুল গজায়।
চুল গজানোর জন্য কেনো ব্যবহার করা উচিত
ডার্মা রোলার কিভাবে কাজ করে
ডার্মা রোলার এমন একটি অতি সুক্ষ যন্ত্র যা ত্বকের কোষ তৈরিতে সহায়তা করে। একটি ডার্মা রোলার যখন ত্বকের উপরে রোলিং করা হয় তখন ত্বকে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র তৈরি হয়। যেমন, আমাদের কোথাও কেটে গেলে ক্ষত হয়ে ব্লাড বের হয় এবং সেখানে খুব দ্রুত প্রতিরোধ তৈরি করে। তেমনি ডার্মা রোলার ব্যবহারে অসংখ্য ছিদ্র হয় এবং সেখানে ব্লাড সঞ্চলন হয়।
ছোট ছোট অসংখ্য মাইনর ইনজুরির ফলে সেই স্থানে ব্লাড ফ্লো বেড়ে যায় যা স্কালপের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের মাথার উপরের ত্বকে রক্ত সঞ্চালন একটু কম হয় কারনে উপরে থাকার ফলে ব্লাড ফ্লো কাজ করে না। ডার্মা রোলার এমন একটি ডিভাইস যা ত্বকে বা স্কালপে রাবিং করার ফলে রক্ত চলাচলের মাত্রা বাড়িয়ে তোলে।
মাথার ত্বকে যখন ব্লাড ফ্লো বেড়ে যাবে তখন চুলের গোড়া পুষ্টি পাবে যার ফলে নতুন চুল গজাতে সহায়তা করবে। এছাড়াও দূর্বল চুলগুলো শক্ত মজবুত হতে সহায়তা করবে। অনেকেই এটি মুখের ত্বকে রাবিং করে থাকে, ফলে মুখের ত্বকে কোনো সমস্যা থাকলে স্থায়ী সমাধান হয়ে যায়। অর্থাৎ, ডার্মা রোলার ত্বকের নিউট্রেশন বাড়ায় এবং নতুন নতুন কোষ বা সেল তৈরি করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অন্যতম চিকিৎসা হচ্ছে ডার্মা রোলার ডিভাইস দ্বারা ত্বকের নিচে পুষ্টি যোগানো।
চুলের জন্য ডার্মারোলার কতটা কার্যকরী
![]() |
ডার্মা রোলার দিয়ে টাক মাথায় চুল গজানোর উপায় |
নতুন ত্বক গঠনে ডার্মা রোলার এর কার্যকরীতা
নতুন ত্বক গঠনের ডার্মাল রোলার এর কার্যকারিতা অনেক বেশি। বিশেষ করে যখন এটি ধরা আপনি রোলিং করা হয় তখন চুলের গোড়া এবং ত্বকের নিচে অনেক পুষ্টি জন্মায়। ফলে এ সকল স্থানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেলের আনাগোনা অনেক বেড়ে যায়। ত্বকের নিচের স্থানে বিভিন্ন সমস্যাগুলো দূর হয়ে যায়। আমাদের ত্বকে অনেক দুর্বল এবং মৃত চামড়া রয়েছে সেগুলো উঠে গিয়ে নতুন নতুন চামড়া তৈরি হয়।
বাজারে অনেক ধরনের বাজারে অনেক ধরনের ডার্মা রোলার পাওয়া যায়। মাথার চুলের জন্য এবং ত্বকের জন্য ভিন্ন ভিন্ন সাইজের বিভিন্ন ডার্মা রোলার পাওয়া যায়। ০.২৫ মিলিমিটার থেকে ০.৫ মিলিমিটার গুলো বাসায় ব্যবহার করার জন্য উপযোগী। এর চাইতে যেগুলো বড় ডার্মা রোলার রয়েছে এগুলো বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারেনা।
সেরা ফল পেতে ডার্মা রোলার এর সঠিক ব্যবহার
ডার্মা রোলার যেহেতু একটি টাইটেনিয়াম নিডেলযুক্ত একটি ডিভাইস তাই এর সঠিক ব্যবহার না যেনে ব্যবহার করা উচেত না। ডার্মা রোলার বাসায় ব্যবহার করার জন্য আগে রাবিং প্রসেস শিখতে হবে। ভালো ফলাফল পেতে অবশ্যই অভিজ্ঞ ডার্মালোজিস্ট এর সথে পরামর্শ করে নেয়া উচিত। বাসায় হোম থেরাপির জন্য 0.25mm এবং 0.5mm সবচেয়ে সেরা। এর চাইতে বড় মিলিমিটারের ডার্মা রোলার ব্যবহার করতে অবশ্য ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
বড় ডার্মা রোলার তাড়াই ব্যবহার করতে পারে যারা প্রফেশনাল। ডার্মা রোলার দিয়ে সপ্তাহে ২ বাড়ের বেশি রাবিং করা উচিত না। আপনার কোনো স্থানে ক্ষত হলে সেটা শুখাতে যেমন কিছুটা সময় লাগে তেমনি ডার্মা রোলার এর মাধ্যমে অসংখ্য মাইনর ট্রমা বা ইনজুরি হয় যা শুখাতে কিছুটা সময় দিতে হয়। তাছাড়া একটি ডার্মা রোলার 1.5 মাসের বেশি ব্যবহার করা উচিত না। যেহেতু এটি টাইটেনিয়াম নিডেলের তৈরি তাই কয়েকবার ব্যবহার করা ডার্মা রোলার ইনফেকশন এর কারন হতে পারে।
ডার্মা রোলার ব্যবহারের ১২ ঘন্টা আগ থেকে কোনো হেয়ার গ্রোথ আইটেম, তেল বা মুখের জন্য কোনো আইটেম ব্যবহার করা উচিত না। যেই স্থানে ডার্মা রোলিং করা হবে সেখানে প্রথমে ভালো করে পরিস্কার করতে হবে। ময়লাযুক্ত স্থানে রাবিং করলে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। মেডিকেল জীবানু নাশক যেমন হেক্সিসল, এলকোহল, হ্যান্ড সেনিটাইজার ইত্যাদি এগুলোর মাধ্যমে স্থান বা ত্বক পরিষ্কার করতে পারেন।
মাথায় ডার্মা রোলার ব্যবহারের আগেও এইসবের পাশাপাশি শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করতে পারেন। ব্যবহারের আগে অবশ্যই ডার্মা রোলার জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। কিভাবে ডার্মা রোলার রাবিং করবেন তা যানতে অবশ্যই অভিজ্ঞ কারো সাথে পরামর্শ করুন অথাবা কোনো টিউটোরিয়াল দেখুন। ব্যবহার শেষে ত্বক এবং ডার্মা রোলার দুটোই জীবানু নাশক দ্বারা পরিষ্কার করুন।
ডার্মারোলার কতদিন পর পর ব্যবহার করা উচিত
ডার্মা রোলার এর ৯টি উপকারিতা
- ডার্মা রোলার ব্যবহারে ত্বকের নিচে নিউট্রেশন তৈরি করে, যা হেয়ার গ্রোথ এবং স্কিনের বিভিন্ন সমস্যা দূর করে।
- ডার্মা রোলার এর নিডেল দ্বারা ছিদ্র হওয়ার ফলে অসংখ্য কোষ বা সেল তৈরি করে।
- মাথার যেসকল স্থানের কোষগুলো নিস্ক্রিয় হয়ে যায় সেইসব স্থানের কোষ সতেজ করে এবং ব্লাড ফ্লো বাড়ায়।
- ডার্মা রোলার দাড়ি গজাতে সাহায্য করে এবং ত্বকের যাবতীয় সমস্যা দূর করে।
- ডার্মা রোলার ব্যবহারের পরে মিনঅক্সিডিল ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল নিয়ে আসে।
- প্রতিটি মাইনর ইনজুরির স্থানে কিছু কোষ উৎপন্ন করে, পুরাতন কোষগুলো ধ্বংস করে ফেলে।
- যেসকল স্কিন বা ত্বক দূর্বল সেইসকল স্কিন রিপেয়ার করে। উঁচুনিচু ত্বক সোজা করে ত্বকের সেল বাড়ায়।
- ডার্মারোলার থেরাপি মাথার বিভিন্ন সমস্যা দূর করে। মাথার ত্বকের ফলিকলের নিচে অনেক চুল থাকে, যেগুলো ত্বকের জন্য গজাতে পারে না। ডার্মারোলার দিয়ে রোলিং করার ফলে ত্বকে ছিদ্র হয়ে চুলগুলো খুব দ্রুত বেড় হয়।
- টাক মাথার স্কিন যখন মসৃণ হয়ে যয়, তখন চুলের নতুন সেল বেড় হতে পারে না। ডার্মারোলার এর মাধ্যমে সেলগুলো উজ্জীবিত হয় এবং নতন সেল বাড়তে থাক।
ডার্মারোলার সাইজ বাছাই টিপস
টাক মাথার জন্য ডার্মারোলার সাইজ বাছাই
![]() |
ডার্মা রোলার দিয়ে টাক মাথায় চুল গজানোর উপায় |
বেশি চুলের জন্য ডার্মারোলার সাইজ বাছাই
ডার্মারোলার ব্যবহারের সতর্কতা ও পার্শ্ব-প্রতিক্রিয়া
ডার্মা রোলার ব্যবহারে সত্যিই মাথার চুল, নতুন দাড়ি ও স্কিনের লাবন্যতা বেড়ে যায়। বাসায় ব্যবহারের আগে অবশ্যই নিয়ম কানুন এবং ব্যবহার বিধি জেনে নিন। ডার্মা রোলার এমন একটি ডিভাইস যার ব্যবহার না জেনে রাবিং করলে ক্ষতি হতে পারে। তবে একটি বিষয়ে জানা ভালো একটি ডার্মা রোলার ডিভাইস ১.৫ মাসের বেশি ব্যবহার করা উচিত না, এতে মেটালিক এলার্জি হতে পারে।