ঘরে বসেই স্মার্টফোনের পারফরম্যান্স বাড়ানোর আইডিয়া

সার্ভিস সেন্টারে যাওয়া ছাড়াই, ঘরে বসে স্মার্টফোনের পারফরম্যান্স বাড়ান। ফোন চার্জের নিয়ম ও বেশি সময় চার্জ ধরে রাখার কৌশল। ফোনের স্পিড বৃদ্ধির ধারনা

ঘরে বসেই স্মার্টফোনের পারফরম্যান্স বাড়ানোর  সেরা বেসিক নিয়ম। ধীরগতির স্মার্টফোন কে দ্রুত গতির স্মুথ করার সঠিক টিপস। আমাদের স্মার্টফোন দীর্ঘদিনের ব্যবহারে প্রচুর স্লো হয়ে যায়। কয়েকটি সেটিংস বা টিপস ফলো করে স্মার্টফোনের পারফরম্যান্স বাড়াতে পারবেন। মোবাইলের স্পিড ৪ গুন বেশি বাড়াতে হলে যে আইডিয়া আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ঘরে বসেই স্মার্টফোনের পারফরম্যান্স বাড়ানোর আইডিয়া
ঘরে বসেই স্মার্টফোনের পারফরম্যান্স বাড়ানোর আইডিয়া

স্মার্টফোনের পারফরম্যান্স বেড়ে দ্বিগুণ হবে যদি আপনি আজকের টিপস ফলো করেন। আমাদের প্রতিদিনের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে স্মার্টফোন। ঘরে কিংবা বাহিরে আমরা ফোন ব্যবহার করে থাকি। আমাদের শখের ফোনটি যদি স্লো হয়ে যায় কিংবা ব্যবহারে ল্যাগিং করে তখন বেশ ঝামেরা হয়ে যায়। নিত্য সঙ্গী স্মার্টফোন যাতে সবসময় সুপার পারফরম্যান্স থাকে তাই এর প্রতি যত্নশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল একটি সফটওয়্যার সিস্টেমে চলে তাই এর রক্ষনা বেক্ষন আমাদেরই করতে হয়। বেশ কিছু টিপস ফলো করে আপনার শখের ফোন বছরের পর বছর সুপার ফাস্ট ও স্মুথ রাখতে পারেন।

বাসায় বসে স্মার্টফোনের পারফরম্যান্স বাড়ানোর ১১টি উপায়

আমাদের স্মার্টফোন যেসকল কারণে ধীরগতির হয়ে যায় এবং তার সঠিক পদক্ষেপ নেয়ার কিছু টিপস। ঘরে বসেই এর সমাধান করতে পারবেন, যেতে হবে না সার্ভিস সেন্টারে।

  1. স্মার্টফোনে অব্যবহৃত এবং অপ্রয়োজনীয় অ্যাপস না রাখা। আমাদের ফোনে অনেক অ্যাপস থাকে যেগুলো আমাদের কাজে লাগে না। এইসকল অ্যাপস ডিলিট করুন, কারণ এগুলো ফোনের RAM জ্যাম করে ফেলে। তাছাড়া এগুলো ফোনের প্রসেসর কিছুটা দুর্বল করে তোলে।
  2. ফোনের RAM ও ROM এর স্পেস অনুযায়ী অ্যাপস ইনস্টল করুন। প্রসেসর এর শক্তি অনুযায়ী বিভিন্ন অ্যাপস রাখতে পারেন, তাহলে ফোন খুব স্মুথলি চলবে। তাছাড়া এমন এপ রাখবেন না যেগুলো আপনার ফোনের প্রসেসর ধারন ক্ষমতার বাহিরে।
  3. ভেরিফাইড স্টোরের অ্যাপস ব্যতিত কোনো কোনো থার্ড পার্টির অ্যাপস ব্যবহার করা থেকে বিরত থাকুন। থার্ড পার্টির বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলো ফোনের খুব ক্ষতি করে। স্মার্টফোনের পারফরম্যান্স বাড়াতে আনঅফিসিয়াল অ্যাপ ব্যবহারে বিরত থাকুন।
  4. একটি স্মার্টফোন স্লো হওয়ার অন্যতম মূল কারন হচ্ছে ফোন আপডেট না করা। প্রতিটা স্মার্টফোন ব্রান্ড কোম্পানি ফোনের জন্য কিছু আপডেট নিয়ে আসে। যেগুলোতে ফোনের পূর্বের সমস্যা সমাধান থাকে। নিয়মিত ফোন আপডেট করা উচিত তাহলে সবসময় লেটেস্ট সফটওয়্যার ভার্শন চলমান থাকে।
  5. ফোনের অ্যাপস আপডেট না করা ফোন দূর্বল হয়ে পরার অন্যতম কারণ। আমরা যেসকল অ্যাপস ব্যবহার করি সেগুলো আপডেট না করা হলে ফোন অনেক স্লো হয়ে যায়। সফটওয়্যার কোম্পানি কিছুদিন পর পর তাদের অ্যাপগুলো আপডেট করে। নতুন ফিচারস কিংবা আগের চেয়ে স্মার্টফোনের পারফরম্যান্স বাড়াতে এইসকল আপডেট অনেক জরুরি।  ফোনের অ্যাপসগুলো নিয়মিত আপডেট করুন।
  6. ফোনের ব্যবহৃত অ্যাপগুলোর ডাটা এবং ক্যাশ ক্লিয়ার রাখুন। আমরা যখন কোনো অ্যাপ ব্যবহার করি বা ব্রাউজিং করি তখন অনেক ক্যাশ জমে যায়, যেগুলো ফোনের RAM আস্তে আস্তে ভর্তি করে ফেলে। নিয়মিত ফোনের অ্যাপ ডাটা ও ক্যাশ পরিষ্কার করুন তাহলে ফোনের RAM স্পেস ও প্রসেসর ক্লিন থাকবে।
  7. একটি স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহারে অনেক স্লো হয়ে যায়। স্মার্টফোনের পারফরম্যান্স বাড়াতে হলে প্রতি মাসে অন্তত একবার রিসেট করা উচিত। আপনার প্রয়োজনীয় ফাইল কোথাও স্টোর করে রাখুন, এবং ফোনে হার্ড রিসেট দিন। ফোন রিসেট দিলে ফোন নতুনের মত হয়ে যায় এবং স্মার্টফোনের গতি বেড়ে যায়।
  8. কিছু কিছু অনলাইন ভিত্তিক অ্যাপস রয়েছে যেগুলো আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলমান থাকে। শুধুমাত্র ডাটা অন বা WIFI অন থাকলেই সেগুলো অটোমেটিক চলতে থাকে। এইসকল অ্যাপস চলতে থাকার কারণে স্মার্টফোন খুবই র্দুবল হয়ে যায়। স্মার্টফোন ধীর গতির হওয়ার পিছনে এইসকল অ্যাপস দ্বায়ী।
  9. আমরা স্মার্টফোন ক্লিন রাখার জন্য অনেক অ্যাপ ব্যবহার করে থাকি। তাছাড়া বর্তমানে ক্লিন অ্যাপগুলো প্রতিটা ফোনের সাথে কোম্পানির তৈরি করা সফটওয়্যার সিস্টেমে থাকে। এছাড়া আমরা অনেকেই থার্ড পার্টির অনেক ক্লিনিং অ্যাপ ব্যবহার করি। প্রকৃতপক্ষে এইসকল অ্যাপস তেমন কাজে আসে না। ক্যাশ ক্লিন, জাঙ্ক ফাইল ক্লিন অ্যাপ এগুলো স্মার্টফোন প্রচুর স্লো করে দেয়। এই সকল অ্যাপ ২৪ ঘন্টাই একটিভ থাকে, ফলে স্মার্টফোন খুব স্লো করে দেয়। ফোনের সিস্টেমে থাকা ক্লিনিং অ্যাপগুলো ব্যবহার করতে পারেন। স্মার্টফোনের পারফরম্যান্স বাড়াতে ও স্মুথ রাখতে থার্ড পার্টির অ্যাপ ব্যবহার না করাই ভালো।
  10. স্মার্টফোনের পারফরম্যান্স নতুন অবস্থায় বেশ ফাস্ট থাকে। তবে আস্তে আস্তে ফোন স্লো হতে থাকে। প্রতিটি ফোনে অফিসিয়াল থিম বা ওয়ারপেপার স্টোর থাকে, যেগুলো ডাটা অন থাকা অবস্থায় একটিভ থাকে। এইসব অ্যাপের কারণে ফোন স্লো হতে পারে।
  11. স্মার্টফোন ধীরগতির হওয়ার অন্যতম একটি কারণ হলো ROM ভরে যাওয়া। ফোনের মেমোরি ভরে গেলে ফোন প্রচুর ল্যাগিং বা স্লো কাজ করে। স্মার্টফোনের পারফরম্যান্স বাড়ানোর জন্য সবসময় স্মার্টফোনের মেমোরি কমপক্ষে 50% খালি রাখা উচিত। ফোনের ROM স্পেস কম থাকলে প্রয়োজনে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করুন।

লাইট ভার্সন অ্যাপ ব্যবহার করুন। বিশেষ করে ভারী অ্যাপের পরিবর্তে লাইট ভার্সন অ্যাপ ব্যবহার করার চেষ্টা করুন। হোম স্ক্রিনে অপ্রয়োজনীয় উইজার্ড রাখবেন না। অপ্রয়োজনীয় উইজার্ড ফোনের গতি কমিয়ে দেয়। বিভিন্ন অ্যাপের ক্যাশ ডাটা ফোনের প্রসেসর খুব দূর্বল কর তুলে। অ্যাপের ক্যাশ ডাটা ক্লিন রাখা উচিত।

স্মার্টফোনের চার্জ পারফরম্যান্স বাড়ানোর ধারনা- হোম এপ্লাই

স্মার্টফোনের চার্জ অধিক সময় ধরে রাখার সহজ উপায়। যে কাজগুলো করলে ফোনের চার্জ শেষ হতে চাইবে না। এই গুরুত্বপূর্ণ সেটিংস অন করে দিলে স্মার্টফোনের পারফরম্যান্স বাড়াবে না। মোবাইলের চার্জ ধরে রাখার কিছু আশ্চর্যজনক উপায়। ফোনের ব্যাটারি পারফরম্যান্স বাড়ানোর সহজ উপায়। স্মার্টফোনের চার্জ কেনো দ্রুত শেষ হয় এবং প্রতিকার কি? আমরা যখন স্মার্টফোন ব্যবহার করি তখন চার্জ যেতে থাকে। কাজের পরিধি ও সিস্টেমের কারণে ফোনে চার্জ যেতে থাকে। ফোনের সিস্টেম যখন বেশি কাজ করে ববং কিছুটা চাপ পরে তখন খুব দ্রুত চার্জ যেতে থাকে।

স্মার্টফোন চার্জ করার নিয়ম জেনে আজকে থেকেই সতর্ক হন। মোবাইল চার্জ করার কিছ গুরুত্বপূর্ণ টিপস, যা আপনার ফোনের ব্যাটারি পারফরম্যান্স দ্বিগুণ করে তুলবে। স্মার্টফোনের পারফরম্যান্স বাড়াতে সঠিক চার্জিং টিপস। যে ১০টি চার্জিং টিপস আপনার ফোনের ব্যাটারি পারফরম্যান্স ও ব্যাকআপ চারগুণ বেশি বাড়াবে। এক চার্জে সারাদিন ফোন চালানোর উপায়। স্মার্টফোনের ব্যাটারি কিভাবে কাজ করে, এবং সঠিক চার্জ পদ্ধতি কি। যে টিপস আপনার ফোনের গতি বাড়িয়ে দিবে।

ফোনের চার্জ পারফরম্যান্স বাড়ানোর ১৩টি উপায়

  1. স্মার্টফোনের অপ্রয়োজনীয় অ্যাপস, যেগুলো আপনার দরকার হয় না সেগুলো ডিলিট দিন। ফোনে যত বেশি অ্যাপস থাকে ফোনের চার্জ ততই কম থাকে। অনেক অ্যাপস থাকায় ফোনে কিছুটা প্রেশার পরে ফলে চার্জ কিছুটা বেশি যায়।
  2. ভারী গেমস বা অ্যাপস ব্যবহারে মিতব্যয়ী হন। স্মার্টফোনে যখন ভারী অ্যাপস চলতে থাকে তখন ফোন সহ ব্যাটারির উপর চাপ পরে।
  3. স্মার্টফোনের চার্জ পারফরম্যান্স ধরে রাখার জন্য সঠিক নিয়মে চার্জ দিতে হবে। চার্জিং নিয়ম যেনে অরিজিনাল চার্জার দিয়ে চার্জ দেয়া উচিত।
  4. ফোন যখন গরম হয়ে যাবে তখন ব্যবহার
  5. করা থেকে বিরত থাকা উচিত। বেশিরভাগ স্মার্টফোনের ব্যাটারি দুর্বল হয়ে পরে ফোন গরম থাকা অবস্থায় ব্যবহার করলে।
  6. দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করার পরে ফোনের ক্যাশ ক্লিয়ার করুন। স্মার্টফোনের পারফরম্যান্স বাড়াতে ফোনের অ্যাপসগুলোর ইনফো থেকে ক্যাশ ক্লিয়ার দিন।
  7. ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখুন এবং কিছু কিছু ফিচারস বন্ধ রাখুন। যেমন সেন্সর রিলেটেড সেটিংস, লক সেন্সর, লোকেশন, অটো ব্রাইটনেস, ফেইস লক সহ বিভিন্ন সেটিংস রয়েছে যেগুলো প্রকৃত পক্ষে তেমন কাজে আসে না।
  8. স্মার্টফোন চার্জ ধরে রাখতে ফোনের ইন্টারনেট ডাটা অকারণে অন করা থেকে বিরত থাকুন। প্রয়োজন হলে অন করুন এবং কাজ শেষে বন্ধ করুন। ফোনে ইন্টারনেট ডাটা অন থাকলে ফোনের চার্জ দ্রুত শেষ হয়, কারণ ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপস চলতে থাকে।
  9. কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আমাদের মাঝে মধ্যে প্রয়োজন হয়, কিন্তু সেগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এমত কাজ করে এমন অ্যাপস ফোনে কম রাখুন চেষ্টা করুন, যখন দরকার হবে ইনস্টল করে আবার ব্যবহার করুন।
  10. গুগলের বেশ কিছু অ্যাপস রয়েছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, ফলে আমাদের অজান্তেই কিছুটা চার্জ চলে যায়।
  11. বেশি কিছু টুলস অ্যাপ পাওয়া যায় যেগুলো ইনস্টল করার মাধ্যমে কিছুক্ষণ পর পর অটোমেটিক ফোনের ব্যবহৃত অ্যাপস ডাটা ক্লিয়ার বা ক্যাশ ক্লিয়ার করে দেয়। এইসকল অ্যাপস ব্যবহার করতে পারেন, এগুলো স্মার্টফোনের চার্জ পারফরম্যান্স ধরে রাখার জন্য অনেক কার্যকরী।
  12. তাছাড়া, স্মার্টফোন চার্জ ধরে রাখার জন্য ফোন চার্জ দেয়ার সময় সতর্ক হতে হবে। ফোনের অরিজিনাল চার্জার ব্যবহার না করে চার্জ দিলে সেই চার্জ খুব দ্রুত যায়।
  13. ফোনের সেটিংস অপশন থেকে ব্যাটারি সিলেক্ট করে দেখুন কোন অ্যাপসগুলো বেশি চার্জ খায়। যেসকল অ্যাপস ব্যবহারে চার্জ বেশি যায় সেগুলো এড়িয়ে চলুন।

স্মার্টফোনের চার্জ পারফরম্যান্স ধরে রাখার কৌশল জানলে আপনিও আপনার ফোনের চার্জ দীর্ঘ সময় রাখতে পারবেন। ফোনের সিস্টেম যত বেশি ব্যস্ত হয়ে পরে ফোনের চার্জ দ্রুত লস হতে থাকে। স্মার্ট মোবাইলে যত বেশি ফাংশন অন থাকবে বা ফাংশনাল কাজ চলতে থাকবে ফোনের চার্জ তত বেশি চলে যাবে। বিশেষ কিছু সেটিংস রয়েছে যেগুলো অন করে রাখলে এসকল ফাংশনাল অ্যাপসের কাজ বন্ধ থাকবে।

ঘরে বসেই স্মার্টফোনের পারফরম্যান্স বাড়ানোর আইডিয়া
ঘরে বসেই স্মার্টফোনের পারফরম্যান্স বাড়ানোর আইডিয়া

স্মার্টফোনের পারফরম্যান্স বাড়াতে বাসায় চার্জ দেয়ার ১০টি নিয়ম

স্মার্টফোন চার্জ করার সময় যা করা যাবে না। ফোন চার্জের সময় যে কাজগুলো করলে আপনার ফোনের ব্যাটারি অতিরিক্ত ক্ষয় হবে। কিছু কিছু খারপ কাজ রয়েছে যেগুলো করলে ফোনের ব্যাটারি পারফরম্যান্স  খুব দ্রুত নষ্ট হয়ে যায়। একটি স্মার্টফোন কিনার পরে প্রথম থেকেই ফোনের চার্জিংয়ের ব্যাপারে যত্নশীল হওয়া উচিত। 

ইলেক্ট্রনিক ডিভাইসের যত্নের উপর ভিত্তি করে তার টেকসই। স্মার্টফোন চার্জ দিতে সতর্ক হতে হবে। তাহলে বেশি সময় আপনার ফোনের চার্জ ব্যাকআপ ও ব্যাটারি পারফরম্যান্স ভালো দিবে। স্মার্টফোনে চার্জ বেশি সময় না থাকার কারণ। ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হবার আসল কারণ। স্মার্টফোনের পারফরম্যান্স বাড়াতে স্মার্টফোনে চার্জ দেয়ার নিয়ম:

  1. বহুল একটি কথা রয়েছে, নতুন ফোন কিনে দীর্ঘ সময় চার্জ দিতে হয়। নতুন ফোনে বেশিক্ষণ চার্জ দেয়া এই ধারনাটি সম্পূর্ণ ভূল ধারনা। নতুন ফোন কিনার পরে চার্জ দিতে পারেন, তবে যখন সম্পূর্ণ চার্জ অর্থাৎ ১০০% হবে তখনি চার্জার ডিসকানেকটেড করুন।
  2. সবসময় ফোনের অরিজিনাল চার্জার ব্যবহার করুন, কারণ একটি ফোনের ব্যাটারির ক্ষমতা অনুযায়ী চার্জার তৈরি করা হয়। সহনীয় চার্জিং ব্যবস্থা তৈরি করতে প্রতিটি ফোনের বর্ণনা অনুযায়ী চার্জার তৈরি করা হয়। স্মার্টফোনের পারফরম্যান্স বাড়াতে ফোনের চার্জার নির্ধারণ করা গুরুত্বপূর্ণ।
  3. প্রতিবার চার্জ দেয়ার সময় স্মার্ট মোবাইল ফুল ১০০ পার্সেন্ট চার্জ দেয়া উচিত না। সাধারণত ৯০ পার্সেন্ট চার্জ হওয়ার পরে ফোনের ব্যাটারির উপর চাপ পরে। ৮৫-৯৫ পার্সেন্টের এর ভিতরে রাখবেন।
  4. সপ্তাহে একবার মোবাইলের চার্জ শূন্য পার্সেন্ট করুন, তারপর ফুল অর্থাৎ ১০০ পার্সেন্ট চার্জ করুন। এতে করে ফোনের ব্যাটারি পারফরম্যান্স নতুন করে নতুন করে তার কার্যকরীতা দেখাবে।
  5. আপনি একটি স্মার্টফোন যত বেশি চার্জ দিতে যাবেন, ফোনটি ততটাই কার্যকারিতা হাড়াবে। স্মার্টফোন খুব কম কম চার্জ দিন তাহলে ব্যাটারি দীর্ঘদিন ভালো পারফরম্যান্স দিবে।
  6. স্মার্টফোন যখন চার্জে বসাবেন তখন এক টানা কমপক্ষে ৩৫ পার্সেন্ট থেকে ৫০ পার্সেন্ট চার্জ দিন। বার বার অল্প অল্প করে চার্জ দিলে ব্যাটারির পারফরম্যান্স কমে যায়।
  7. ফোন চার্জ দেয়ার সময়ে চার্জিংরত অবস্থায় ব্যবহার করা থেকে বিরত থাকুন। সবচেয়ে ভালো হয় যদি ফোন বন্ধ করে চার্জ দেন, তাহলে ব্যাটারি ঠান্ডা থাকবে। চার্জিং অবস্থায় ইন্টারনেট চালানো বা গেমস খেলা ফোনের জন্য খুব গুরুতর খারাপ একটি কাজ।
  8. বেশিরভাগ মানুষ একটি ভুল বেশি করি, সেটি হলো রাতে ঘুমানোর সময় মোবাইল চার্জে বসিয়ে ঘুমিয়ে পরি। অনেক মারাত্মক একটি কাজ হচ্ছে সারা রাত ফোন চার্জে রাখা। ব্যাটারি খুব তাড়াতাড়ি ক্ষয় হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এটি। স্মার্টফোনের পারফরম্যান্স বাড়াতে এই কাজটি করা যাবে না।
  9. স্মার্টফোন গরম থাকা অবস্থায় চার্জ দেয় থেকে বিরত থাকার চেষ্টা করুন। ফোন ব্যবহারের পরে স্বাভাবিকভাবে গরম থাকে, এমত অবস্থায় ফোন চার্জ দিবেন না। ফোন কিছুটা ঠান্ডা করে অথবা রিবুট দিয়ে চার্জ বসান।
  10. ব্যাটারি ক্যালিব্রেশন করতে পারেন। বেশ কিছু অ্যাপস রয়েছে যেগুলো ক্যালিব্রেশন করার মাধ্যমে স্মার্টফোন ব্যাটারির পারফরম্যান্স বাড়িয়ে তোলা যায়।
স্মার্টফোন চার্জ করার বেসিক টিপসগুলো বাসায় পরীক্ষা করুন। আগের চেয়ে অধিক ব্যাটারি পারফরম্যান্স পাওয়া যাবে। স্মার্টফোন ডিভাইসের প্রতি যত্নশীল হলে দীর্ঘ সময় ভালো পারফরম্যান্স আশা করা যেতে পারে। স্মার্টফোনের পারফরম্যান্স বাড়াতে এইসকল কাজের প্রতি যত্নশীল হোন।

স্মার্টফোনের চার্জ পারফরম্যান্স ধরে রাখার জন্য এসকল টিপস সঠিকভাবে প্রয়োগ করুন। আপনি আগের চেয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তাছাড়া, ফোন চার্জ দেয়ার কৌশলগুলো জেনে রাখুন তাহলে খুব ভালো পারফরম্যান্স পাবেন। দীর্ঘদিন ফোনের ব্যাটারি পারফরম্যান্স ভালো রাখতে এই টিপস গুলো কাজে লাগাতে পারেন।

উপরের টিপসগুলো ফলো করে খুব সহজেই স্মার্টফোনের পারফরম্যান্স বাড়াতে পারবেন। স্মার্টফোনের পারফরম্যান্স যত ভালো হবে ফোন ততই স্মুথলি চলতে থাকবে। দীর্ঘদিন মোবাইল সুপার ফাস্ট রাখতে আজই টিপস গুলো প্রয়োগ করুন। তাছাড়া, সবসময় চেষ্টা করুন থার্ড পার্টির অ্যাপ ব্যবহার না করতে। ভেরিফাইড স্টোর থেকে নিট এন্ড ক্লিন অ্যাপ ব্যবহার করুন।