মাত্র ২মিনিটে ইয়ারফোন পরিষ্কার করার ঘরোয়া উপায়

৯৭% লোক যে ভুল কাজ করে, ইয়ারফোনে কি জীবাণু থাকে ও স্কিনের কি ক্ষতি করে জানুন? ইয়ারফোন ও এয়ারবাড পরিষ্কার করার ঘরোয়া উপায় ও দীর্ঘদিন ভালো রাখার কৌশল।

ইয়ারফোন পরিষ্কার করার সহজ উপায়। ব্লুটুথ ইয়ারফোন পরিষ্কার রাখার সহজ উপায়। ইয়ারফোন হচ্ছে জীবাণু তৈরির ঘর, যেখানে অসংখ্য জীবাণু ও ব্যাকটেরিয়া উৎপাদন হয়।  একটি ইয়ারফোন কিভাবে পরিষ্কার করে সব সময় নতুনত্ব ধরে রাখবেন। কয়েকদিন ব্যবহারেই ইয়ারফোন নোংরা হয়ে যায়।কিভাবে মাত্র ২মিনিট সময় দিয়ে ইয়ারফোন পরিষ্কার করবেন। ইয়ারফোন, ব্লুটুথ ইয়ারফোন ও এয়ারবাড জীবাণু মুক্ত রাখতে করণীয়। দীর্ঘদিন ইয়ারফোন সুন্দর রাখার ঘরোয়া উপায়।

Home remedies to clean earphones in just 2 minutes
মাত্র ২মিনিটে ইয়ারফোন পরিষ্কার করার ঘরোয়া উপায়

ইয়ারফোন দীর্ঘদিন ভালো রাখতে হলে আজকের পোস্টটি আপনার জন্য। দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহার করা বিভিন্ন ডিভাইস এর ভিতরে ইয়ারফোন একটি। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তাছাড়া ইয়ারফোনে প্রচুর জীবাণু তৈরি হয়, যা স্কিনের জন্য ক্ষতিকর। ইয়ারফোন সুন্দর পরিপাটি রাখলে জীবাণু তৈরি হয় না। এক্ষেত্রে দীর্ঘদিন এই সব ধরনের ডিভাইস খুব সুন্দর থাকে এবং ভালো সার্ভিস দেয়৷ 

ইয়ারফোন কেনো পরিষ্কার করবেন ও এর সুবিধা

আমাদের দৈনন্দিন জীবনে একটি ব্যবহারযোগ্য স্মার্ট গেজেট হচ্ছে হেডফোন বা ইয়ারফোন। যেটা আমাদের প্রতিদিনই কোনো না কোনো কাজে লাগতে পারে। ইয়ারফোন আমাদের মোবাইলের সাথে লাগিয়ে থাকি। ইয়ারফোন ব্যবহার করার প্রধান কারণ হলো কানে লাগিয়ে সুন্দর ভাবে শুনতে পারি। ফোন দিয়ে আমরা যেটা শুনি, সেটা ইয়ারফোনের মাধ্যমে আরো সুন্দরভাবে সেটা গ্রহণ বা শ্রবণ করা যায়। তাছাড়া নিজেদের পার্সোনাল কারণেও বেশি ব্যবহার হয়ে থাকে। 

যেকোনো পার্সোনাল জিনিস সবসময় যত্নে রাখা প্রয়োজন। এক্ষেত্রে সেটার প্রতি একটি মায়া বাড়ে। ইয়ারফোন অনেক সুন্দর একটি স্মার্ট গেজেট। ইয়ারফোন এর সাথে আমাদের সম্পর্ক অনেক কাছের। তাই ইয়ারফোন সবসময় পরিষ্কার রাখা অন্তত জরুরি। ইয়ারফোন কানে নিলে কানের বিভিন্ন ময়লা ইয়ারফোন এর সাথে লেগে যায়।

ইয়ারফোনে বিভিন্ন ধরনের জীবাণু এবং ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। ফলে এটি আমাদের কানের স্কিনের জন্য অনেক ক্ষতি করে।  ইয়ারফোন কানে ব্যবহার করার পরে যখন রেখে দেই তখন বিভিন্ন ভাইরাস জন্ম নেয়। পরবর্তীতে ওই ইয়ারফোন যখন আবার কানে নেই, তখন আমাদের স্কিনের ক্ষতি হয়। তাছাড়া একটি পরিষ্কার ইয়ারফোন দেখতে খুবই সুন্দর দেখায়। ময়লাযুক্ত ইয়ারফোন ব্যবহার করা খুবই অস্বাস্থ্যকর এবং অসুন্দর। কিছু পার্সোনাল গেজেট রয়েছে যেগুলো অনেকের পার্সোনালিটি প্রকাশ করে।

 ইয়ারফোন পরিষ্কার পরিপাটি রাখাও একটি সুন্দর পার্সোনালিটি। ইয়ারফোন কানে ঢুকানো হলে কানের ভিতরের বিভিন্ন ময়লা এর স্পিকার এর উপরের অংশতে লেগে থাকে। পরবর্তীতে স্পিকার থেকে সাউন্ড খুবই কম শোনা যায়। অনেক সময় সাউন্ড-ই নষ্ট হয়ে যেতে পারে। 

ইয়ারফোনের স্পিকার থেকে দীর্ঘদিন সুন্দর সাউন্ড পাওয়ার জন্য এর উপর অংশ সবসময় ব্রাশ দিয়ে পরিষ্কার রাখতে হয়। ফলে সবসময় সুন্দর সাউন্ড পাওয়া যায়, এবং সুন্দর সাউন্ড আমরা কানে শ্রবন করতে পারি।

ইয়ারফোনে ময়লা আটকে থাকলে সাউন্ড সহজে বের হতে চায় না। একটি ইয়ারফোন এর উপরে স্পিকারের অংশে নেট লাগানো থাকে। দেখতে অনেকটা জ্বালির মত, ফলে ময়লা খুব দ্রুত লাগে।

ইয়ারফোন পরিষ্কার করে জীবাণু মুক্ত রাখার উপায়

ইয়ারফোন থেকে দীর্ঘদিন খুব ভালো সার্ভিস পেতে এবং পরিষ্কার রাখতে রেগুলার পরিষ্কার করা উচিত। কাজটি যেমন নিজের জিনিসের প্রতি যত্নশীল করে তোলে, তেমনি নিজের পার্সোনাল গেজেট খুব সুন্দর থাকে। আজকে খুব সহজে জানতে পারবেন একটি ইয়ারফোন কিভাবে ঘরোয়া ভাবে পরিষ্কার করবেন।

ব্রাশ দিয়ে ইয়ারফোন পরিষ্কার

ব্রাশ দিয়ে ঘরোয়া উপায়ে যে কোন ইয়ারফোন খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। পদ্ধতিটি খুব সহজ একটি কাজ। একটি ব্রাশ নিন এবং ইয়ারফোন এর উপরে লেগে থাকা ময়লা ব্রাশ দিয়ে তুলুন। ইয়ারফোন এর উপর অংশে যে ছিদ্র থাকে এগুলোতে অনেক ময়লা ঢুকে থাকে। 

ময়লাগুলো ইয়ারফোন সাউন্ড কমিয়ে দেয়। ইয়ারফোন থেকে ভাল সাউন্ড পাওয়ার জন্য ব্রাশ দিয়ে পরিষ্কার হচ্ছে অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। ইয়ারফোনের স্পিকারের উপরের নেটে ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা ঢুকে থাকে এগুলো খুব সহজে তোলা যায়। নিয়মিত ব্রাশ দিয়ে ইয়ারফোন পরিষ্কার করে নতুন চক চকা রাখা যায়। ইয়ারফোনের গভীরে ঢুকে যাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা পরিষ্কার করার জন্য ব্রাশ খুবইচ ভালো।

জীবাণুনাশক দিয়ে ইয়ারফোন পরিষ্কার

ইয়ারফোন সব সময় জীবানু মুক্ত রাখার জন্য জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করা উচিত। যেহেতু ইয়ারফোন আমরা কানে দিয়ে গান শুনি, তাই কানের ভিতরে জমে থাকা ময়লা এর সাথে লেগে যায়। সেখানে জীবনু উৎপাদন বা বিভিন্ন ভাইরাসের সংক্রমণ ঘটে। এটি আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকারক।

 ইয়ারফোন জীবাণুমুক্ত রাখতে পরিষ্কার করার অন্যান্য লিকুইড ব্যবহার করতে পারেন। তাছাড়া ইয়ারফোনের নতুনত্ব ধরে রখতে জীবাণু নাশক খুব ভালো কাজে দেয়। যদি জীবাণু নাশক হাতের কাছে না থাকে তাহলে যে কোন পরিষ্কার করার লিকুইড ব্যবহার করতে পারেন। ফলে ইয়ারফোন নতুন থাকবে, পাশাপাশি লেগে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া দূর হবে। দীর্ঘদিন ইয়ারফোন ব্যবহারে কঠিন দাগ পরতে পারে। কঠিন দাগ লেগে থাকলে খুব সহজে লিকুইড দ্বারা ইয়ারফোন পরিষ্কার করা যায়।

কাপড়ের টুকরো দিয়ে ইয়ারফোন পরিষ্কার

 ইয়ারফোনের বিভিন্ন কঠিন দাগ বা আঘাতপ্রাপ্ত দাগ লাগতে পারে। এগুলো তোলার জন্য কাপড়ের টুকরা দিয়ে পরিষ্কার করতে পারেন। ময়লা পরিষ্কার করার জন্য কাপড়ে একটু লিকুইড নিয়ে খুব সহজে দাগ তুলতে পারেন। এছাড়াও, ইয়ারফোন এর তার পরিষ্কার করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা যায়। কাপড়ের টুকরায় পানি নিয়ে ইয়ারফোনের তারের উপর পেঁচিয়ে টানলে অনেক ময়লা উঠে আসে। 

ভালো ফলাফল পাওয়ার জন্য কাপড়ের সাথে পরিষ্কার করার যেকোন তরল পদার্থ নিতে পারেন। কিছু না থাকলে ভিজা কাপড়ে সাবান নিয়ে ও পরিষ্কার করতে পারেন। একটি ভিজা কাপড়ে সাবান নিযে ফেনা করে পানিটা ফেলে দিয়ে খুব সুন্দর করে ময়লা পরিষ্কার করকে পারেন। ইয়ারফোনের তার রাবার জাতীয় হয়, ফলে ধুলো ময়লা খুব সহজে আটকায়। এই ধরনের ময়লা পরিষ্কার করার জন্য কাপড়ের টুকরা ব্যবহার করা ভালো এটি কার্যকরী পদ্ধতি।

এয়ারবাড পরিষ্কার করার টিপস

এয়ারবাড সব সময় পরিষ্কার রাখার গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে এয়ারবাড ইউজ করার পরে এটি আমরা এয়ারবাডের কেস এর মধ্যে রেখে দেই। যেখানে বিভিন্ন ধরনের ময়লা সংক্রমনের কারণে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। তাই এয়ারবাড সব সময় পরিষ্কার রাখা উচিত। চলুন আজকে আমরা জেনে নিব কিভাবে একটি এয়ারবাড সব সময় পরিষ্কার রাখবেন।

কটন বাড দিয়ে এয়ারবাড পরিষ্কার করার ঘরোয়া টিপস

কটনবাড দিয়ে এয়ারবাড খুব সহজেই পরিষ্কার করা যায়। একটি কটনবাড দিয়ে ইয়ারফোনের ভিতরে ঢুকিয়ে সুন্দরভাবে পরিষ্কার করা যায়। কটনবাডের উপরে তুলা তে কিছুটা হালকা পানি নিয়ে আস্তে মুড়িয়ে  ভিতরের ময়লা টেনে তোলা যায়। এয়ারবাড এর তুলায় এই ধরনের ময়লা খুব সহজে আটকায়। 

এয়ারবাড এর ভিতরের ময়লা কটনবাড এর তুলার মাধ্যমে  পরিষ্কার করা যায়। এয়ারবাড এর স্পিকার এর ওপরে নেট সিস্টেম থাকে। নেটের উপরে অনেক ধুলোবালি বা ময়লা জমে যায়। কটনবাড দিয়ে এই ধরনের ময়লা উঠাতে খুবই সহজ হয়। বেশিরভাগ এয়ারবাড এর উপরে একটি রবার বা ইয়ার টিপস থাকে। এটিও পরিষ্কার করা খুবই জরুরী। 

এয়ার টিপসের ভিতরে কটনবাড দিয়ে খুব সহজেই ভেতরের ময়লা টেনে তুলে আনা যায়। একটি এয়ারবাড ব্যবহার করার পরে ইয়ারফোন কেস এর মধ্যে রাখতে হয়। কেসের মধ্যে দেখা যায় এয়ারবাড থেকে অনেক ময়লা জমা হয়ে যায়। এগুলো পরিষ্কার রাখা খুবই জরুরী একটি কাজ। এয়ারবাড ব্যাকটেরিয়া মুক্ত রাখতে রেগুলার পরিষ্কার করুন।

ব্রাশ দিয়ে এয়ারবাড পরিষ্কার করার ঘরোয়া টিপস

এয়ারবাড ও এয়ারবাড কেস পরিষ্কার করার জন্য একটি ব্রাশ অনেক দরকারি। ব্রাশের মাধ্যমে এয়ারবাড খুব সহজে পরিষ্কার করা যায়। বিশেষ করে এয়ারবাড এর উপরের স্পিকারে নেট থাকে। এখানে অনেক ময়লা এসে জমা হয়। এগুলো খুব সহজেই ব্রাশের মাধ্যমে পরিষ্কার করা যায়৷ ব্রাশের মাধ্যমে এয়ারবাড রাখার যে এয়ার কেসটি রয়েছে এটাও সহজে পরিষ্কার করা যায়। কয়েকদিন পর পর ইয়ারফোন পরিষ্কার করুন এবং জীবাণু মুক্ত থাকুন।