ফেইসবুক ট্রিকসঃ জন্ম তারিখ পরিবর্তন, মেসেজ রিকভারি ও পোস্ট হাইড রাখার নিয়ম

ঘরে বসেই ফেইসবুকের ৩টি ট্রিকসঃ জন্ম তারিখ পরিবর্তন, মেসেজ রিকভারি ও পোস্ট হাইড রাখার নিয়ম জানুন। Facebook ইউজাররা সবচেয়ে বেশি সমস্যায় পরে এগুলোর জন্য

ঘরে বসেই ফেইসবুকের তিনটি ট্রিকসঃ জন্ম তারিখ পরিবর্তন, মেসেজ রিকভারি ও পোস্ট হাইড রাখার নিয়ম জানুন। ৩/৪ বার পরিবর্তন করা ফেইসবুক আইডির জন্ম তারিখ পরিবর্তন করার উপায় জানুন। যেকোনো ফেইসবুক মেসেজ ডিলিট হয়ে গেসে, মেসেজ ফিরিয়ে আনতে চান। ফেইসবুক আইডির সকল মেসেজ রিকভারি করার উপায়। ফেইসবুক পোস্ট কয়েকজনের কাছ থেকে হাইড রাখার ট্রিকস। ফেইসবুক পোস্ট করার সময় কাস্টম ভিউ সিলেক্ট করার নিয়ম। যাদের আপনি পোস্ট দেখাতে চান না তাদের কাছে পোস্ট হাইড রাখার নিয়ম। ফেইসবুক এর সবচেয়ে বেশি প্রয়োজনীয় তিনটি ট্রিকস জানুন।

How to Change Facebook Date of Birth, Message Recovery and Post Hide
ফেইসবুক ট্রিকসঃ জন্ম তারিখ পরিবর্তন, মেসেজ রিকভারি ও পোস্ট হাইড রাখার নিয়ম

বর্তমান জনপ্রিয় কিছু সোশ্যাল মিডিয়ার ভিতরে ফেসবুক অন্যতম জনপ্রিয়। ফেইসবুক সোশ্যাল মিডিয়া অনেক বড় প্লাটফর্ম যেখানে কোটি কোটি মানুষ ব্যবহার করে। ফেসবুকের এমন এমন কিছু ট্রিকস রয়েছে যেগুলো অনেক ফেসবুক ইউজার জানেনা। এছাড়াও এ সকল কৌশল না জানার ফলে অনেক ফেসবুক ইউজারা বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয়। 

আজকে ফেসবুকের এমন তিনটি ট্রিকস জানাবো যেগুলো সকল ব্যবহারকারীর জানা উচিত। ফেসবুকের এ ধরনের সমস্যার সমাধান করতে সকলের জেনে রাখা উচিত। বেশিরভাগ ফেসবুক ইউজাররা এই তিনটি ট্রিকস জানে না। এই তিনটি ট্রিকস না জানার ফলেই বেশিরভাগ গ্রাহক খুব সমস্যায় পড়তে হয়। চলুন জেনে নেই ফেইসবুকের সেই তিনটি ট্রিকসঃ

  1. ফেইসবুক আইডির জন্ম তারিখ পরিবর্তন করার নিয়ম।
  2. ডিলিট হওয়া মেসেজ রিকভারি করার নিয়ম।
  3. কাস্টম পোস্ট হাইড, নির্দিষ্ট কারো কাছ থেকে পোস্ট হাইড রাখার নিয়ম।

ঘরে বসেই ফেইসবুকের জন্ম তারিখ পরিবর্তন, মেসেজ রিকভারি ও পোস্ট হাইড রাখার উপায়

২০২৫ সালে ফেইসবুক জন্ম তারিখ পরিবর্তন করার উপায়? আপনি কি ফেসবুকে আপনার জন্ম তারিখ কয়েকবার পরিবর্তন করে ফেলেছেন। এখন আর পরিবর্তন করতে পারছেন না। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। যদি পূর্বে কয়েকবার জন্ম তারিখ পরিবর্তন করে থাকেন তাহলে দেখুন। আজকে খুব সহজে ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ পরিবর্তন করা দেখাবো।

ফেসবুক জন্মদিন পরিবর্তন বা কৌশল শেয়ার করব। সকলেই এই কৌশলটি প্রয়োগ করে ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করতে পারবে। সাধারণত কোন ফেসবুক ইউজার কয়েকবার জন্ম তারিখ কয়েকবার পরিবর্তন করে। পরবর্তীতে পরিবর্তন অপশনটি লক হয়ে যায়। ফলে জন্মদিন পরিবর্তন করা সম্ভব হয় না। আজকের পোস্ট দেখলে খুব সহজে আবার পরিবর্তন করতে পারবে। 

অনেকেই পূর্বে হয়তো তার অরিজিনাল জন্মতারিখ ফেসবুকে দিয়েছে। পরবর্তীতে তার বিভিন্ন ডকুমেন্টসের জন্ম তারিখ যদি অন্যটা হয়ে থাকে। সে সকল ডকুমেন্টস দিয়ে জন্ম তারিখ আবার পরিবর্তন করতে পারবে। যে সকল ইউজার ফেইসবুক আইডি খুলেছে তারা হয়তো কোনো কারণে ভূল জন্ম তারিখ সাবমিট করেছিলো। দেখা যায় তার বিভিন্ন ডকুমেন্টসের সাথে সেটার মিল নেই। এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এ তার জন্ম তারিখ অন্যরকম হলে কি করবেন? অনেক চেষ্টা করেও হয়তো জন্ম তারিখ পরিবর্তন করা যায় না। 

ফেইসবুক জন্ম তারিখ সম্পূর্ণ হাইড অবস্থায় থাকে। তাছাড়া বর্তমানে ফেসবুক একটি নতুন আপডেট এ ইনকাম সিস্টেম চালু করেছে। ইনকাম নিতে হলে তার অবশ্যই ভেরিফাইড একটি অ্যাকাউন্ট হতে হবে। এমনকি বিভিন্ন ডকুমেন্টস এর সাথে ফেসবুকের সকল যাবতীয় তথ্য মিলতে হবে। তাহলেই কেবল সে তার ইনকাম তুলতে পারবে। দেখা যায় জন্ম তারিখ ভুল দেয়ার ফলে ইনকাম তিলতে পারেনা। বিভিন্ন একাউন্ট ডকুমেন্টস এর সাথে জন্ম তারিখ মিলে না। 

ফেইসবুকে জন্মদিন পরিবর্তন করার নিয়ম

আজকে ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করে দেখাবো। নিচের টিপস অনুযায়ী কাজ করুন। আপনার facebook এর জন্ম তারিখ পরিবর্তন করুন।

  • প্রথমে নিচের এই লিংকে প্রবেশ করুন। লিংকে প্রবেশ করার আগে ফোনের যে কোন ব্রাউজারে ফেসবুক আইডিটি লগইন অবস্থায় রাখতে হবে।
  • লিংকে ক্লিক করার সাথে সাথে ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তনের জন্য একটি পেইজে নিয়ে যাবে।
  • পেইজে অরজিনাল জন্ম তারিখ বসাতে হবে। নিচে নোটস এ সিলেক্ট করুন কেন পরিবর্তন করতে চান। অর্থাৎ, একটি ভ্যালিড কারণ দেখান।
  • ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের অনুযায়ী জন্ম তারিখ বসাতে হলে সেটি প্রদর্শন করতে হবে।
  • পূর্বে থেকেই যে ডকুমেন্টস প্রামাণ হিসাবে দিবেন তার একটি ছবি তুলে রাখুন। ডকুমেন্টসটি সেখানে আপলোড করে দিন। ডকুমেন্টস আপলোড করার করে সাবমিট এ ক্লিক করুন। 
  • পরবর্তী 24 ঘণ্টার মধ্যে মেসেজ দেয়ার মাধ্যমে কনফার্ম করা হবে। অবশ্যই  ডকুমেন্টস গুলো ভ্যালিড হতে হবে। ফেসবুক কর্তৃপক্ষ অটোমেটিক্যালি ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করে দিবে। ফেইসবুক নোটিফিকেশন বা ইমেইলের মাধ্যমে জানিয়ে দিবে।

এভাবেই ফেসবুকে জন্ম তারিখ খুব সহজে পরিবর্তন করা যায়। এছাড়াও ফেসবুক সম্পর্কিত আরো বিভিন্ন ট্রিকস জানতে আমাদের ওয়েবসাইটে ঘুরে দেখুন। ফেসবুক সংবলিত অন্যান্য বিষয়ে অনেক কৌশল দেখতে পারবেন। এগুলো সকলের দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে আসবে।

ডিলিট হওয়া ফেইসবুক মেসেজ রিকভারি করার নিয়ম

ফেইসবুক মেসেজ ডিলিট হয়ে গেলে তা পুনরায় রিকভারি বা ফিরিয়ে আনার নিয়ম। ফেইসবুক মেসেঞ্জারের মেসেজ রিকভারি করার উপায়? ফেইসবুকের পুরাতন মেসেজ ডাউনলোড করার নিয়ম। ফেইসবুক ডিলিট করা পোস্ট বা ভিডিও পুনরুদ্ধার বা ফিরিয়ে আনার নিয়ম। যেকোনো প্রয়োজনে ফেইসবুকের ডিলিট করা মেসেজ ডাউনলোড করার সহজ নিয়ম।

ফেইসবুক ব্যবহারে অনেক সময় বিভিন্ন বিড়ম্বনার শিকাড় হতে হয়। ফেসবুকের খুটিনাটি সম্পর্কে না জানলে একটু তো সমস্যা হওয়া স্বাভাবিক। অনেক অভিজ্ঞরা ফেইসবুক সম্পর্কে খু্ব ভালো ধারনা রাখে। ফেসবুক ট্রিকস সম্পর্কে জানতে পারলে ফেসবুকের অনেক কাজই সহজ হয়ে যায়। ফেইসবুকের বিভিন্ন সেটিংস এবং ফিচারস রয়েছে যা আমরা জানিনা। আজকে তেমনই একটি কৌশল শিখিয়ে দিবো, যা যেকোনো সময়ে আপনার দরকার হয়ে পরতে পারে।

ফেইসবুক ম্যাসেজ রিকভারি করার পদ্ধতি

রিকভারি হচ্ছে এমন একটি সিস্টেম যা কোনো কিছু ডিলিট হয়ে যাওয়ার পরে সেটা পুনরায় ফিরিয়ে আনা। ফেসবুকে আমরা অনেক চ্যাটিং, পোস্ট আপলোড, ছবি আপলোড, ডে দিযে থাকি। এগুলো আপলোড করার পরে কোনো কারণে ডিলিট দিয়ে দিলেন, কিন্তু পরবর্তী সময়ে সেটা ফিরে পাওয়া অতি জরুরি হয়ে পরতে পারে। প্রয়োজনের সময় খুব সহজেই ফেইসবুক পুনরুদ্ধার করে খুব সহজেই ডিলিট হওয়া মেসেজ গুলো ফিরিয়ে আনতে পারেন।

ফেইসবুকের ডিলিট হওয়া মেসেজ রিকভারি বা ফিরিয়ে আনার কৌশল। আপনার ফেইসবুক আইডির মেসেজ বা পেইজের মেসেজ ডিলিট করার পরেও চাইলে সেটা রিকভারি রিকোয়েস্ট দিতে পারবেন। ধরুন, আপনি কারো সাথে ফেইসবুকে কথা বলেছেন। কথা বলার শেষে হযতো মেসেজ ডিলিট দিয়ে দিলেন। যেকোনো সময়ে ডিলিট দেয়া মেসেজ খুব দরকার হয়ে পরতে পারে। এমন সমস্যা হলে খুব সহজেই পূর্বের মেসেজ গুলো রিকোভার বা ফিরিয়ে আনতে পারেন।

  • প্রথমেই ফেইসবুক অ্যাপে লগইন করুন ওবং প্রোফাইল অপশন থেকে সেটিংস প্রাইভেসি অপশনে যান।
  • ডাউনলোড ইউর ইনফরমেশন অপশন ক্লিক করুন, পরবর্তী পেইজে যেতে কন্টিনিউ ক্লিক করুন।
  • রিসেট ডাউনলোড সিলেক্ট করে, আপনার আইডি সিলেক্ট করে দিন। আপনার একাধিক আইডি বা পেইজ আইডির নাম থাকলে যেই আইডির মেসেজ রিকভারি করবেন সেটা সিলেক্ট করুন।
  • সিলেক্ট টাইপস ইনফরমেশন সিলেক্ট করে আপনি কি রিকভারি করতে চানে সেটা সিলেক্ট করুন। এখানে আপনি সবকিছু রিকভারি করতে পারবেন, যেমন মেসেজ, পোস্ট, পেইজ, বিভিন্ন ভিডিও। 
  • যেহেতু ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনবেন তাই মেসেজ সিলেক্ট করুন।
  • নেক্সট অপশনে ডাটা রেইঞ্জ সিলেক্ট করুন, অর্থাৎ আপনি লাস্ট কত দিনের মেসেজ রিকভারি করতে চান সেই তারিখ বসান।
  • পরবর্তী পেইজে লাস্ট যতদিনের মেসেজ দেখতে চান সেটা সিলেক্ট করে সেইভ অপশন ক্লিক করুন।
সর্বশেষ সাবমিট রিকোয়েস্ট ক্লিক করুন, তাহলেই আপনার মেসেজ ডাউনলোডে চলে যাবে। ডিলিট হওয়া ফেইসবুক মেসেজ ফিরিয়ে আনার ডাউনলোড কম্পিলিট হতে কিছুটা সময় লাগতে পারে। এখন আপনি ফেইসবুক থেকে বেড় হয়ে যেতে পারেন, পরবর্তী কিছু সময়ের পরে ঢুকে দেখতে পারেন ডাউনলোড হয়েছে কিনা।

ফেইসবুক মেসেজ রিকভারি ডাউনলোড করার জন্য কম্পিউটার খুব ভালো কাজ করে। তবে, একটি বিষয় খেয়াল রাখবেন ডাউনলোড রিকোয়েস্ট দেয়ার পরে ফোনের ইন্টারনেট যেনো সচল থাকে। যেহেতু ফেইসবুক আইডির ভিতরে এটি ডাউনলোড হবে তাই ফেইসবুক থেকে বেড় হয়ে গেলেও ইন্টারনেট সচল রাখুন।

ফেইসবুক ফ্রেন্ড থেকে ফেসবুক পোস্ট হাইড রাখার উপায়

ফেইসবুক বন্ধুদের থেকে পোস্ট হাইড রাখার সহজ উপায়। পরিবার ও আত্মীয় স্বজনদের কাছ থেকে ফেইসবুক পোস্ট গোপন রাখার উপায়? ফেইসবুক ফ্রেন্ড লিস্টের কিছু কিছু আইডি থেকে সকল পোস্ট হাইড রাখার কৌশল। পোস্ট ও ছবি ফেসবুকে হাইড করে রাখার সহজ নিয়ম। অন্যের কাছ থেকে ফেসবুক পোস্ট গোপন রাখার নিয়ম। আপনি কি চান, আপনপার পোস্ট কিছু মানুষ না দেখুক। আপনি এই সেটিংস করে রাখলে কেউই আপনার আইডির পোস্ট দেখতে পারবে না।

ফেসবুক ট্রিকসঃ ফেইসবুক পোস্ট হাইড রাখার উপায়

ফেইসবুক বন্ধুদের থেকে যেকোনো পোস্ট হাইড করে রাখার অন্যতম একটি কৌশল রয়েছে যা আপনার শিখে রাখা উচিত। দেখা যায় আমাদের ফেইসবুক আইডিতে এমন কোনো মানুষ এড থাকে, যেটা হতে পারে পরিবারের লোক, যেটা হতে পারে আত্মীয় স্বজনরা বা সিনিয়র কেউ। 

ফেইসবুকে অনেক সময় এমন কিছু পোস্ট রয়েছে যেগুলো অনেকেই করতে পারে না কারণ তাদের এইসব মানুষ দেখে ফেলবে। কিছু কিছু সময় চাইলেও অনেক পোস্টই করতে পারিনা। তাদের জন্যই এমন একটি সেটিংস রয়েছে যেটা অন করে রাখলে আপনার নির্ধারিত ফ্রেন্ড লিস্ট এড থাকা কেউ আপনোর কোনো পোস্ট দেখতে পারবে না। অর্থাৎ আপনার করা সকল পোস্ট তার কাছে হাইড থাকবে।

ধরুন, আপনার পরিবারের কোনো সদস্য আপনার ফেইসবুক ফ্রেন্ড লিস্টে এড রয়েছে। এমন এমন কিছু পোস্ট বা ছবির পোস্ট রয়েছে যেগুলো আপনি চান না আপনার পরিবারের কেউ দেখুক। তাছাড়া, নিজেদের সার্কেলের পোস্ট বা কিছু আবেগময় পোস্ট রয়েছে যেগুলো পরিবারের সদস্যদের কাছ থেকে হাইড রাখতে চান। 

এমতাবস্থায় আপনি চাইলে আপনার পরিবারের যে কারো একাউন্ট থেকে আপনার একাউন্টের সকল পোস্ট হাইড রাখতে পারেন। আপনি অপশনটি অন করে রাখলে আপনার পরিবারের কেউ আপনার পোস্ট দেখতে পারবে না।

বন্ধুদের কাছ থেকে পোস্ট হাইড রাখার নিয়ম

ফেইসবুকে আপনার যেই ফ্রেন্ডের কাছ থেকে পোস্ট হাইড রাখতে চান তার প্রোফাইলে যান।  প্রোফাইল অপশন থেকে ফ্রেন্ডস নামক স্থানে ক্লিক করুন। অর্থাৎ, আনফ্রেন্ড করার অপশন যেখানে দেখা যায় সেখানে ক্লিক করতে হবে। এখন দেখুন Edit friend list নামক একটি অপশন রয়েছে, সেটায় ক্লিক করুন। পরের পেইজে Restricted নামক একটি অপশন দেখতে পাবেন। 

Restricted অপশন অন করে দিন এবং দেখুন টিক মার্ক করা হয়েছে কিনা। আপনার কাজ শেষ, এবার আপনি যতই পোস্ট করেন না কেনো সে আপনার কোনো পোস্ট দেখতে পারবেন না। এভাবে আপনার যত ফ্রেন্ডের কাছ থেকে পোস্ট হাইড রাখতে চান একই ভাবে কাজটি করুন। 

ফেইসবুক বন্ধুদের কাছ থেকে পোস্ট হাইড রাখা অপশনটি বন্ধ করতে পূনরায় সেই সেটিংসটি বন্ধ করে দিন। Restricted অপশন থেকে টিক মার্ক উঠিয়ে নিলে অপশনটি বন্ধ হয়ে যাবে।

এইভাবেই যেকোনো সময় কোনো বন্ধুর কাছ থেকে সকল পোস্ট হাইড রাখতে পারেন। যেকোনো সময় এটির প্রয়োজন হতে পারে, তাই সেটিংসটি একবার ট্রাই করে দেখতে পারেন। তাছাড়া আপনার কোনো ফ্রেন্ডের প্রোফাইল থেকে এটি অন করে, আপনি বিভিন্ন পোস্ট করে দেখুন। ফেইসবুক ট্রিকসটি শিখে রাখুন অনেক কাজে আসবে।