ডার্মা রোলার দিয়ে মুখের ব্রণের গর্ত দূর করার উপায়

ডার্মা রোলার কি, কিভাবে কাজ করে? ৯ দিনে মুখের ব্রণের গর্ত দূর হবে ১০০%, কোন সাইজের Derma Roller ৩ দিন পর পর মুখে ব্যবহার করতে হব, সঠিক নিয়ম ও সতর্কতা।

ডার্মা রোলার কি? মুখের ব্রণের গর্ত দূর করতে ডার্মা রোলার ব্যবহারের নিয়ম। স্কিন কেয়ারে আধুনিক মেডিকেল ডিভাইস থেরাপি ডার্মা রোলার। চিকিৎসকরা কেনো ডার্মা রোলার ব্যবহার করতে বলে জানেন কি। ডার্মা রোলার একটি ত্বকের যেকোনো সমস্যা সমাধান করে। যেকোনো ত্বক সমস্যায় ডার্মা রোলার এর গুরুত্ব অনেক বেশি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ডার্মা রোলার থেরাপি ১০০% কার্যকর। ডার্মা রোলার নিডেল ত্বকের লাবণ্য বাড়ায় এবং বয়সের ছাপ দ্রুত দূর করে।

ডার্মা রোলার দিয়ে মুখের ব্রণের গর্ত দূর করার উপায়
ডার্মা রোলার দিয়ে মুখের ব্রণের গর্ত দূর করার উপায়

ডার্মা রোলার দিয়ে মুখের গর্ত খুব সহজেই দূর করা যায়। বিশেষ করে যাদের মুখে ছোট ছোট অনেক ব্রণের গর্ত থাকে। মুখের ব্রণ ইনফেকশন এর মাধ্যমে দাগ হয়ে বড় গর্ত হতে থাকে। মুখের গর্তগুলো বড় হয়ে একসময় বিভিন্ন খারাপ আকার রূপ ধারণ করে। ডার্মা রোলার ব্যবহার করে খুব কম সময়ের ভিতরে মুখের গর্ত সমান করা যায়।

ব্রণের গর্ত দূর করার সেরা ঘরোয়া উপায়ঃ ডার্মা রোলার

ডার্মা রোলার এর টাইটেনিয়াম নিডেলগুলো খুব সুক্ষ হওয়াতে কাটা ছিড়ার কোনো ঝামেলা থাকে নাম। মুখের যত ধরনের ছোট ছোট ক্ষুদ্র গর্ত রয়েছে এগুলো খুব সহজেই দূর করা যায়। সঠিক ফলাফল পেতে ডার্মা রোলার সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে। যাদের মুখে অতিরিক্ত ব্রণ ওঠে তাদের মুখে খুব তাড়াতাড়ি গর্ত হয়ে যায়। গর্ত একসময় মুখে বিভিন্ন ধরনের খারাপ দাগ পড়ে যায়। তাদের জন্য ডার্মা রোলার অনেক গুরুত্বপূর্ণ একটি ঘরোয়া থেরাপি। 

ডার্মা রোলার ঘরোয়া থেরাপির মাধ্যমে খুব সহজেই স্কিনের সমস্যা দূর করা যায়। স্কিনের ছোট ছোট ব্রণের গর্ত গুলো খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে রিমুভ করা যায়। যে সকল ত্বক অনেক বেশি সেনসিটিভ ওই সকল স্কিনে এ ধরনের ছোট ছোট ছিদ্র বা গর্ত হয়ে থাকে। তৈলাক্ত স্কিনে বেশি ব্রণ উঠার কারণে মুখে গর্তের সৃষ্টি হয়।

ডার্মা রোলার কি, মুখের ব্রণের গর্ত দূর করতে কিভাবে কাজ করে

ডার্মা রোলার হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নিডেলের সমন্বয়ে তৈরি একটি ডিভাইস। ডার্মা রোলার এর গায়ে টাইটেনিয়াম এর ছোট ছোট অনেক নিডেল তাকে। নিডেলগুলো সাধারণত টাইটেনিয়ামের হওয়ার কারনে খুব সহজেই ব্যাথামুক্ত ছিদ্র হয়। ফলে স্কিনের বিভিন্ন ধরনের ঘরোয়া উপকার হয়।

একটি ডার্মা রোলার দিয়ে মুখে রোলিং করা হয় তখন নিডেলগুলো স্কিনের ভিতর গেথে যায়। ফলে স্কিনের অ্যান্টিবডি ভেবে নেয় কোন ধরনের ইনজুরি বা মাইনর ট্রমা হয়েছে। তখন ওই স্থানে তার অ্যান্টিবডি কাজে লাগায়। ডার্মা রোলার স্কিনের উপরের অংশে একধরনের ক্ষত তৈরি করে। 

স্কিনের এন্টিবডি উপরের চামড়া রিপেয়ার করতে শুরু করে। ডার্মা রোলার মাইক্রো ইনজুরি হওয়ার মাধ্যমে উপরের স্কিনের গর্ত দূর হতে শুরু হয়। যখন নিডেলের আঘাতে মাইক্রো ইনজুরি হয় তখন সেখানে কোলাজেন এবং এলাস্টিন তৈরি হয়। ফলো স্কিন রিপেয়ার হতে শুরু করে। 

ত্বকের বিভিন্ন গর্ত সেল পুনরায় গঠিত হতে থাকে। স্কিনের দূর্বল সেল নতুন করে সুগঠিত হতে শুরু করে। রেগুলার ডার্মা রোলার নেয়ার ফলে স্কিনের সকল কোষ গুলো উজ্জীবিত হয়ে যায়। স্কিনের কোষ রিপেয়ার হতে শুরু হয় এবং পরে স্কিনের নতুন চামড়া তৈরি হয়। একসময় স্কিনের সকল ছোট ছোট গর্ত গুলো আস্তে আস্তে বুঝে যেতে থাকে।

মুখে ডার্মা রোলার ব্যবহারের উপকারিতা

ভালো টাইটেনিম যুক্ত নিডেল দিয়ে স্কিন থেরাপি একটি জনপ্রিয় কার্যকরী পদ্ধতি। আধুনিক চিকিৎসা বা থেরাপি হিসাবে ডার্মা রোলার থেরাপি ১০০% কার্যকরী একটি পদ্ধতি।

  1. মুখের সকল ধরনের স্কিন সমস্যা ডার্মা রোলার থেরাপির মাধ্যমে ঘরোয়া ভাবে সমাধান করা যায়।
  2. ডার্মা রোলার একটি ১০০% কার্যকরী মেডিকেল ডিভাইস। স্কিনের যাবতীয় রোগ, স্কিনের দূর্বল কোষ সতেজ করার আধুনিক চিকিৎসা।
  3. ডার্মা রোলার স্কিনের রক্ত সঞ্চালন দ্রুত বৃদ্ধি করে ফলে কালো দাগ দূরে খুব ভালো কাজ করে।
  4. ভেঙে পরা বা বয়সের ছাপ পরা স্কিন কুব দ্রুত রিপেয়ার করে টান টান ভাব নিয়ে আসে। তাছাড়া লুজ হয়ে যাওয়া চামড়া ডার্মা রোলার টান টান ভাব নিয়ে আসতে সহায়তা করে।
  5. রেগুলার ডার্মা রোলার ব্যবহারে স্কিনে লাবন্যতা ফিরিয়ে আনে। ডার্মা রোলার ব্যবহারের পাশাপাশি সিরাম ব্যবহারে খুব দ্রুত স্কিন ফর্সা হয়।
  6. ব্রণের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য ডার্মা রোলার কার্যকর ভূমিকা পালন করে। রেগুলার ডার্মা রোলার থেরাপি নিলে ব্রণ ওঠার প্রবনাতা কমে আসে
  7. ব্রণের ফলে যেসকল স্কিন গর্ত হয়ে যায় সেইসকল স্থান দ্রুত ঠিক করতে খুব ভালো কাজ করে।
  8. মুখের স্কিনের নিচের সেল বা কোষ সতেজ করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ফলে স্কিনের যাবতীয় রোগ খুব দ্রুত সুস্থ করে তোলে।
  9. সেনসিটিভ স্কিনের দূর্বল কোষ সতেজ করতে ডার্মা রোলার খুব ভালো ভূমিকা পালন করে।
  10. স্কিনের কোষ তখনি দূর্বল হতে থাকে যখন রক্ত সঞ্চালন কমে যায়। ডার্মা রোলার ব্যবহারে খুব দ্রুত স্কিনের কোষ রিপেয়ার হয়ে যায়।
মুখের ব্রণের গর্ত কিংবা মাথার চুল গজানোর জন্য ডার্মা রোলার খুব ভালো উপযোগী। যেকোনো বয়সী মানুষের জন্য ভালো থেরাপি।

ডার্মা রোলার কিভাবে ব্রণের গর্ত দূর করে

একটি ডার্মা রোলার মুখের ব্রণের গর্ত খুব সহজে দূর করতে পারে। বিশেষ করে যখন স্কিনের উপর ডার্মা রোলার ব্যবহার করা হয় তখন স্কিনে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র হয়। সেখানে বিভিন্ন রকমের স্কিন এন্টিবডি উৎপাদন হয়। স্কিনের নিচে থাকা এলাস্টিন এর মাধ্যমে সেখানে নতুন স্কিন রিপেয়ার করে। 

স্কিনের চামড়ার নিচের ভাগে একটি স্তর থাকে, যেখানে অনেক কোষ থাকে। এগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নতুন চামড়া তৈরি করতে সাহায্য করে। উঁচু নিচু স্কিন গুলো একটি লেবেলে আসতে থাকে। আমাদের স্কিনের নিচে কয়েকটি স্তর থাকে যার মাধ্যমে স্কিন এর কার্যকলাপ গঠিত হয়। স্কিনের নিচের স্তর বিভিন্ন কোষে ভরপুর থাকলে তখন স্কিনের গঠন খুব সুন্দর হয়। 

আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে যার স্কিনের নিন্মভাগ যত বেশি কোষে পরিপূর্ণ তার স্কিনের রোগ কম হয়। ডার্মা রোলার হলো এমন একটি যন্ত্র ডা স্কিনের বা ত্বকের কোষের পরিমাণ বাড়ায়। শরীরের বিভিন্ন অংশ থেকে কোষ মুখের ত্বকে নিয়ে আসে।

ডার্মা রোলার দিয়ে মুখের ব্রণের গর্ত দূর করার উপায়
ডার্মা রোলার দিয়ে মুখের ব্রণের গর্ত দূর করার উপায়

মুখের জন্য কোন সাইজের ডার্মা রোলার ব্যবহার করবেন

মুখে তৈরি হওয়া গর্ত দূর করার জন্য ডার্মা রোলার এর ব্যবহার জানতে হবে। টাইটানিয়াম নিডেল যুক্ত ডার্মা রোলার স্কিনে ব্যবহারের আগে সঠিক ব্যবহারবিধি জানা উচিত। এই মেডিকেল যন্ত্রের মাধ্যমে স্কিনের অনেক সমস্যা দূর করা সম্ভব। মুখের বিভিন্ন গর্তের জন্য ভালো উপকারিতা পেতে ৩/৪ দিন পরপর ব্যবহার করতে হবে। এক্ষেত্রে, প্রথমত স্কিনের ধরন অনুযায়ী ডার্মা রোলার এর সাইজ নির্ধারণ করতে হবে। বাজারে বিভিন্ন সাইজের ডার্মা রোলার পাওয়া যায়। শুধুমাত্র  স্কিনের জন্য বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। যেমন, 

  • 0.15 mm ডার্মা রোলার
  • 0.20 mm ডার্মা রোলার
  • 0.25 mm ডার্মা রোলার
  • 0.30 mm ডার্মা রোলার
  • 0.40 mm ডার্মা রোলার
  • 0.50 mm ডার্মা রোলার

এগুলো হচ্ছে বাসায় ব্যবহার করার জন্য আদর্শ সাইজ। স্কিনের ধরন অনুযায়ী ডার্মা রোলার সিলেক্ট করা উচিত। দ্রুত ভালো ফলাফল পাওয়ার জন্য অরিজিনাল ডার্মা রোলার ব্যবহার করা উচিত। স্কিনের যে সকল স্থানে ছোট ছোট গর্ত রয়েছে ওই সকল স্থানে মেডিকেল থেরাপি হিসাবে গ্রহন করা উচিত।

দ্রুত ব্রণের গর্ত দূর করতে ডার্মারোলার ব্যবহারের নিয়ম

মুখের স্কিন সমস্যার জন্য ডার্মা রোলার ব্যবহার করতে হলে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। মনে রাখা ভালো সঠিক ব্যবহারে ভালো ফলাফল এবং নিয়ম বহির্ভূত ব্যবহারে খারাপ ফলাফল হতে পারে। যে কোন স্কিনের জন্য ডার্মা রোলার অনেক ভালো উপযোগী। স্কিন বিশেষজ্ঞদের জন্য ডার্মা রোলার মেডিকেল থেরাপি হিসেবে বিবেচনা করা হয়। প্রথমে ডার্মা রোলার এর আদর্শ সাইজ নির্ধারণ করতে হবে। 

স্কিনের ধরণ অনুযায়ী ডার্মা রোলার সাইজ নির্ধারণ করতে হবে৷ ডার্মা রোলার ব্যবহার করার আগে এটি সম্পূর্ণরূপে জীবাণুনাশক করা উচিত। যেহেতু ডার্মা রোলারে অনেকগুলো নিডেল বা সুই রয়েছে। এগুলো স্কিনের বিভিন্ন অংশে গর্ত করে, ফলে নিডেল ভাইরাস মুক্ত এবং জীবাণু মুক্ত রাখতে হবে।

স্কিনের যে অংশে ডার্মা রোলার ব্যবহার করবেন ওই অংশে জীবানু নাশক লিকুইড দ্বারা পরিষ্কার করতে হবে। নিশ্চিত হতে হবে ওই অংশে কোন ধরনের জীবনু না থাকে। তিনদিন পর পর গর্ত যুক্ত স্থানে ডার্মা রোলার এর মাধ্যমে রোলিং করতে হবে। রোলার করার পরবর্তীতে যে কোন একটি ভালো সিরাম ব্যবহার করলে আরো ভালো ফলাফল পাওয়া যায়।