ইবিএল স্কাই ব্যাংকিং ও সেলফিনঃ ভাইরাল হোম ব্যাংকিং সুবিধা
ইবিএল স্কাই হোম ব্যাংকিং কি? ইবিএল স্কাই হোম ব্যাংকিং রেজিষ্ট্রেশন করার নিয়ম। আধুনিক অনলাইন ভিত্তিক ব্যাংকিং সেবায় EBL হোম ব্যাংকিং কিভাবে গ্রাহকদের সুবিধা দিচ্ছে। ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপে ক্রেডিট কার্ড যোগ করার নিয়ম। ইস্টার্ন ব্যাংক পিএলসি অনলাইন ব্যাংকিং কার্যক্রম ২০২৪। ইবিএল স্কাই ব্যাংকিং থেকে বিকাশ ট্রান্সফারের নিয়ম। ইবিএল স্কাই হোম ব্যাংকিং অ্যাপ পেমেন্ট ও ডিসকাউন্ট অফার।
ইবিএল স্কাই ব্যাংকিং ও সেলফিনঃ ভাইরাল হোম ব্যাংকিং সুবিধা |
ইবিএল স্কাই হোম ব্যাংকিং অ্যাপে লগইন করার নিয়ম। ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপে প্রি-পেইডকার্ড এড করার নিয়ম। কিভাবে একটি নিরবচ্ছিন্ন ইবিএল স্কাই ব্যাংকিং একাউন্ট ওপেন করা যায়। ইবিএল স্কাই ব্যাংকিং-এ বেনিফিশারি এড করার নিয়ম। ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে EBL কার্ড একটিভ করার নিয়ম। ইবিএল স্কাই হোম ব্যাংকিং ডেইলি লেনদেন লিমিট ও টাকা আদান প্রদানের হিস্ট্রি।
ইবিএল স্কাই হোম ব্যাংকিং কি
ইবিএল স্কাই হোম ব্যাংকিং হচ্ছে অনলাইন ভিত্তিক একটি ব্যাংকিং প্ল্যাটফর্ম। যেসকল গ্রাহকের ইস্টার্ন ব্যাংকে একাউন্ট রয়েছে তারাই ইবিএল ব্যাংকিং অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারে। তাছাড়া, ইবিএল স্কাই হোম ব্যাংকিং অ্যাপ রেজিষ্ট্রেশন করে নিজেই ইবিএল একাউন্ট খুলতে পারে। তবে প্রফেশনাল ব্যাংকিং লেনদেন করতে হলে ইবিএল একাউন্ট থাকতে হবে। ইবিএল ব্যাংকিং অ্যাপ্লিকেশনের যে সকল ফিচার্স রয়েছে তা ব্যবহার করতে পারবে।
অনলাইন ব্যাংকিং সিস্টেম আরো সহজ করতে ইবিএল স্কাই হোম ব্যাংকিং অ্যাপ্লিকেশন খুবই সহজভাবে উপস্থাপিত হয়েছে। ব্যাংকিং কার্যক্রম দ্রুত পরিচালনার জন্য এবং নিমিষেই সকল লেনদেন সম্পূর্ণ করার জন্য ইবিএল স্কাই হোম ব্যাংকিং অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি ইবিএল একাউন্ট থেকে কোন ধরনের লেনদেন করতে চান তাহলে মোবাইল ব্যাংকিং অ্যাপটির মাধ্যমে খুব সহজে লেনদেন করতে পারবেন।
মূলত ইবিএল স্কাই হোম ব্যাংকিং দিয়ে ২৪ ঘন্টা সহজ লেনদেন করার জন্য অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। পিসি বা স্মার্টফোনের মাধ্যমে এই অ্যাপটি ব্যবহার করতে হয়। এছাড়াও অ্যাপ্লিকেশনের সকল সুবিধা পেতে অবশ্যই ইবিএল ব্যাংকিং একাউন্ট থাকতে হবে। ইবিএল স্কাই হোম ব্যাংকিং থেকে সম্পূর্ণ সকল ধরনের লেনদেন, পেমেন্টসহ যে কোন ধরনের সুবিধা উপভোগ করা যাবে।
EBL স্কাই হোম ব্যাংকিং কিভাবে কাজ করে
অনলাইন প্লাটফর্মে ইবিএল স্কাই home banking application অনেক অংশে জনপ্রিয়। বিশেষ করে ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লিকেশন ফিচারস এবং ব্যবহার সহজলব্য হওয়ার কারণে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়াও বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে ইস্টার্ন ব্যাংক লিমিটেড দ্রুত এগিয়ে যাওয়ার ফলে এই অ্যাপ্লিকেশনটি খুব দ্রুত জনপ্রিয় হয়েছে। ইবিএল স্কাই হোম ব্যাংকিং অ্যাপের নিত্য নতুন অফারগুলো এত সুন্দর এবং ব্যবহার করা যায়। তাই সকলের পছন্দ ইবিএল স্কাই ব্যাংকিং অনলাইন প্ল্যাটফর্ম। বাংলাদেশ অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম এর মধ্যে ইস্টার্ন ব্যাংক পিএলসি অন্যতম জনপ্রিয় একটি ব্যাংক। অফলাইন ব্যাংকিং এর পাশাপাশি অনলাইন ব্যাংকিং এ আরো সহজ করার লক্ষে ইবিএল স্কাই হোম ব্যাংকিং দারুনভাবে কাজ করে যাচ্ছে।
ইবিএল স্কাই হোম ব্যাংকিং সুবিধা
একাউন্ট এবং সকল কার্ডের তথ্যঃ ইবিএল স্কাই হোম ব্যাংকিং অ্যাপ্লিকেশন এর মাধ্যমে যাবতীয় সকল ধরনের অ্যাকাউন্টের তথ্য দেখা যায়। ইস্টার্ন ব্যাংকে যে একাউন্ট ওপেন করেছেন এবং আপনার যতগুলো কার্ড রয়েছে সকল কিছুর তথ্য একই অ্যাপ্লিকেশন এর মধ্যে দেখা যায়। তাছাড়া, আপনার যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছে সেই নাম্বারের আন্ডারে যতগুলো কার্ড রয়েছে সবগুলো কার্ডের ডিটেলস একই অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে পারবেন।
বিল পেমেন্টঃ ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ্লিকেশন এর মাধ্যমে যাবতীয় সকল ধরনের বিল পেমেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করা যায়। অর্থাৎ এখান থেকে আপনি যদি কোন বিল পেমেন্ট করেন সেটা সরাসরি আপনার ইস্টার্ন ব্যাংক একাউন্ট থেকে কেটে নিবে। অটোমেটিক্যালি ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপে একাউন্টের টাকা। বিভিন্ন ব্যাংকের যে সকল অনলাইন ব্যাংকিং অ্যাপস রয়েছে সেগুলো একটু ভিন্ন ধরনের থাকে। কোন বিল পেমেন্ট করলে আগে একাউন্ট থেকে টাকা অ্যাপসে এড করে নিতে হয়। ইবিএল হোম ব্যাংকিং অ্যাপস এর সরাসরি এড করা থাকে বিল পেমেন্টের সময় অটোমেটিক একাউন্ট থেকে কেটে নেয়।
টাকা গ্রহন ও পাঠানোঃ অন্যান্য ব্যাংকের অনলাইন ব্যাংকিং অ্যাপস এর মতো ইবিএল স্কাই হোম ব্যাংকিং এ লেনদেন সুবিধা রয়েছে। বাংলাদেশের যে কোন ব্যাংক একাউন্টে ফান্ড ট্রান্সফার এবং টাকা গ্রহন করা যায়। এছাড়া বিকাশ থেকে এড মানি এবং বিকাশে ট্রান্সফার করা খুবই সহজ একটি প্রসেস।
নিজস্ব সার্ভিসঃ ইবিএল স্কাই হোম ব্যাংকিং অ্যাপ রেজিষ্ট্রেশন করে নিজেই ইস্টার্ন ব্যাংকে একাউন্ট করা যায়। অ্যাপের ভিতরেই নিজে নিজে একাউন্ট ওপেন করে ফেরিফিকেশন কম্পিলিট করা যায়।
ইনস্টান্ট কার্ড ব্লকঃ ইবিএল অনলাইন ব্যাংকিং-য়ে আকর্ষণীয় একটি সুবিধা রয়েছে।কখনো যদি ব্যাংকের কার্ড হারিয়ে যায় তখন সাথে সাথে অ্যাপ্লিকেশনে ঢুকে আপনার সকল কার্ডগুলো ইনস্ট্যান্ট ব্লক করে দিতে পারবেন। এক্ষেত্রে অন্য কেউ আপনার কার্ড পেয়ে থাকলে সে কখনোই আপনার কার্ড দিয়ে এটি বুথ থেকে কখনোই টাকা তুলতে পারবেনা।
পাসপোর্ট এন্ড্রোসমেন্ট তথ্যঃ ডুয়েল কারেন্সি কার্ডের ক্ষেত্রে আপনি স্পেশাল সুবিধা পাবেন। ইবিএল ডুয়েল কারেন্সি কার্ডের ডলার লিমিট ও পাসপোর্ট এন্ড্রোসমেন্ট তথ্য ইবিএল স্কাই হোম ব্যাংকিং অ্যাপস এর মাধ্যমে দেখা যায়।
স্কাই ব্যাংকিং অফারঃ অন্যান্য ব্যাংকের অনলাইন ব্যাংকিং অ্যাপসের তুলনায় ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপস-এ বিভিন্ন ধরনের অফার বেশি পাওয়া যায়। স্কাই অ্যাপসের মাধ্যমে কোন পেমেন্ট করলে বিভিন্ন ধরনের অফার ও ডিসকাউন্ট এখানে উপলব্ধ রয়েছে। নিত্যনতুন পেমেন্ট বা পারচেজ অফার খুব সহজেই ইবিএল স্কাই হোম ব্যাংকিং অ্যাপে দেখা যায়।
EMI ক্যালকুলেটরঃ ইবিএল এর কোনো ক্রেডিট কার্ড ব্যবহার করলে EMI করার আগে মান্থলি ক্রেডিট বিল ক্যালকুলেশন করার সুবিধা রয়েছে। EMI পেমেন্ট করলে ইএমআই পেমেন্টের বিস্তারিত তথ্য এবং এবং মাসিক বিল ক্যালকুলেটর খুব সহজে এখানে যাচাই বাছাই করা যায়।
বিনিময়ঃ বাংলাদেশের আধুনিক এবং অন্যতম একটি ব্যাংকিং লেনদেন হচ্ছে বিনিময়। বিনিময় এর সকল সুবিধা ebl sky banking apps এর মাধ্যমে দেখতে পারবেন। যেকোনো অ্যাকাউন্ট থেকে বিনিময় ট্রান্সফার খুবই সহজ এবং উন্নত।
ফিঙ্গার প্রিন্ট লগইনঃ আধুনিক টেকনোলজির ছোয়া দিতে ইবিএল স্কাই হোম ব্যাংকিং একাউন্ট লগইন করতে কোনো পাসওয়ার্ডের দরকার নেই। শুধুমাত্র ফিঙ্গার প্রিন্ট সেটআপ করে যেকোনো সময় লগইন করতে শুধুমাত্র ফিঙ্গার দিয়েই ইনস্টান্ট লগইন করা যায়।
সার্ভিস রিকোয়েস্টঃ ইস্টার্ন ব্যাংকের যেকোনো সার্ভিস পেতে বিশেষ করে লোন নিতে, চেক বই ইস্যু করতে, কার্ড ইস্যু করতে সার্ভিস রিকোয়েস্ট অপশনে আবেদন করলেই হয়। যেসকল কাজ ব্যাংক শাখায় যেয়ে করতে হয়, সেগুলো ঘরে বসেই সার্ভিস রিকোয়েস্ট এর মাধ্যমে করা যায়।
QR পেমেন্টঃ বিকাশ অ্যাপসে আমরা যেরকম QR পেমেন্ট করতে পারি, তেমনি ইবিএল স্কাই হোম ব্যাংকিং অ্যাপসের মাধ্যমেও QR পেমেন্ট করা যায়। যে কোন মোবাইল ব্যাংকিং এজেন্ট, শপিং, পারচেজ পেমেন্ট QR কোড দিয়ে করা যায়। তাছাড়া, ইস্টার্ন ব্যাংক লেনদেন সম্পর্কিত যেকোনো QR কোড ব্যবহার করে লেনদেন করা যায়।
ইবিএল স্কাই হোম ব্যাংকিং অ্যাপস আধুনিক অনলাইন ব্যাংকিং সেবায় অন্যতম জনপ্রিয় একটি অনলাইন ব্যাংকিং অ্যাপস। ইস্টার্ন ব্যাংকের গ্রাহকের জন্য অন্যতম সুবিধা জনক একটি অ্যাপ্লিকেশন। নিরবিচ্ছিন্ন অনলাইন ব্যাংকিং আরও সহজ করে তোলে। সকল গ্রাহকদের বিশেষ করে যারা ব্যাংকিং সম্পর্কে অনভিজ্ঞ তারা ইবিএল স্কাই ব্যাংকিং ব্যবহার করে খুব দ্রুত লেনদেন করতে সক্ষম হয়।
সেলফিন হোম ব্যাংকিং এর ভাইরাল সুবিধা
সেলফিন (CellFin) ইসলামী ব্যাংকের একটি আধুনিক মোবাইল হোম ব্যাংকিং সেবা। সেলফিন একাউন্ট খোলার সঠিক নিয়ম। সেলফিন একাউন্ট এর মাধ্যমে ইসলামী ব্যাংকের ডিজিটাল লেনদেন করা যায়। সেলফিন একাউন্ট ডায়াল কোড *134#। গ্রাহকরা সেলফিন অ্যাকাউন্ট এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারে। আধুনিক ও ডিজিটাল লেনদেন করার ক্ষেত্রে সেলফিন হোম ব্যাংকিং অ্যাপ খুব জনপ্রিয়। সেলফিন অ্যাকাউন্ট খুলতে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই। সেলফিন অ্যাকাউন্ট রেজিষ্ট্রেশন করে একাউন্ট তৈরী করা যায়।
CellFin ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাপ হিসাবেও পরিচিত। IBBL বা কোন গ্রাহক চাইলে সেলফিন মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে পারে। CellFin হোম ব্যাংকিং অ্যাপ দিয়েই ইসলামী ব্যাংকের একাউন্ট ওপেন করা যায়। IBBL একাউন্টের সকল ভেরিফিকেশন এবং ডকুমেন্টস সেলফিন হোম ব্যাংকিং অ্যাপের মাধ্যমে জমা দেয়া যায়। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কিছু মোবাইল ব্যাংকিং এর তালিকায় সেলফিন অন্যতম জনপ্রিয়। ইসলামী ব্যাংকের গ্রাহকের পাশাপাশি অন্যান্য গ্রাহক ও সেলফিন হোম ব্যাংকিং ব্যাংকিং করে। এটি বিকাশ ও নগদের মতোই, তবে তাদের চাইতেও সুযোগ সুবিধা বেশি।
সেলফিন হোম ব্যাংকিং ভাইরাল সুবিধা
ইসলামী ব্যাংকের আধুনিক হোম ব্যাংকিং সেলফিন অ্যাপ্লিকেশন। CellFin ব্যাংকিং বেশ কিছু সুবিধা নিয়ে হাজির হয়েছে। এইসকল ফিচার সকল গ্রাহকরা ভালোভাবে ব্যবহার করছে। চলুন জেনে নেই সেলফিন হোম ব্যাংকিং অ্যাপের জনপ্রিয় কিছু ফিচার।
- সেলফিন একাউন্ট খোলা আগের থেকেও অনেক সহজ হয়েছে। ডকুমেন্টেশন এবং ভেরিফাই প্রক্রিয়া আগের চাইতে অনেক সহজ প্রক্রিয়া।
- সেলফিন হোম ব্যাংকিং অ্যাপস থেকে বিকাশ, নগদ সহ বিভিন্ন একাউন্টে সেন্ড মানি করা যায়। সকল ধরনের মোবাইল ব্যাংকিং অ্যাপস সেবায় লেনদেন করা যায়। সেন্ড মানি ও ক্যাশ আউট চার্জ প্লাটফর্ম অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে।
- ইসলামী ব্যাংকের সেলফিন হোম ব্যাংকিং এপ্লিকেশন দিয়ে ইসলামী ব্যাংকে একাউন্টের চেক ইস্যু করা যায়। অর্থাৎ, CellFin অ্যাপ দিয়ে ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষের কাছে আবেদন করা যায়। চেক ইস্যু হলে ব্যাংক থেকে নিয়ে আসা যায়।
- সেলফিন অ্যাকাউন্ট এর মাধ্যমে যেকোনো ধরনের বিল পেমেন্ট সম্পূর্ণ ফ্রি। ইসলামী ব্যাংকের যে কোন গ্রাহক বা সাধারণ গ্রাহকদের জন্য ফ্রি। ইনস্টান্ট বিল পেমেন্ট অতি দ্রুত করা যায়।
- সেলফিন অ্যাপে লগইন করে ইসলামী ব্যাংকের সকল কার্ড ব্লক, আনব্লক করা যায়। এছাড়াও ইসলামী ব্যাংকের সেলফিন হোম ব্যাংকিং অ্যাপের ভার্চুয়াল কার্ড খুব সহজে ব্লক কিংবা আনব্লক করা যায়। CellFin ব্যবহার করে ইনস্টান্ট কার্ড মেইনটেইন্স করা যায়।
- CellFin হোম ব্যাংকিং অ্যাপের একাউন্টের ব্যালেন্স দিয়ে যে কোন পরিবহন এর টিকেট খুব সহজে ক্রয় করা যায়৷ সড়ক, নৌ ও বিমান ট্রান্সপোর্টের টিকেট ক্রয় করা খুব সহজ।
- একাউন্ট জনিত কোন সমস্যার জন্য ইনস্ট্যান্ট সেবা পাওয়া যায়। যেকোনো ইস্যু ফিক্স করা যায় কাস্টমার সার্ভিসের মাধ্যমে। যে কোন গ্রাহক কাস্টমার সার্ভিসের সাথে কথা বলে অ্যাপের মাধ্যমে ইনস্ট্যান্ট ইস্যু ফিক্স করতে পারে।
ইসলামী ব্যাংকের আধুনিক হোম ব্যাংকিং সেবা সেলফিন একাউন্ট খুবই ভালো। এটি ঝামেলা বিহীন এবং নিরবিচ্ছিন্ন লেনদেন করা যায়। ইসলামী ব্যাংকের গ্রাহকদের পাশাপাশি অন্যান্য গ্রাহকরা সেলফিন অ্যাপ ব্যবহার করতে পারে।
সেলফিন হোম ব্যাংকিং একাউন্ট কেনো ব্যবহার করবেন
আজকে আমরা জানবো কেন ইসলামী ব্যাংকের সেলফিন হোম ব্যাংকিং একাউন্ট খুলবেন। CellFin অ্যাপ কেন ব্যবহার করবেন ও সুবিধা অসুবিধা কি।
- সেলফিন হোম ব্যাংকিং অ্যাপ্লিকেশন এর মাধ্যমে ভার্চুয়াল ভিসা কার্ড বা ভার্চুয়াল মাস্টারকার্ড নেয়া যায়। CellFin অ্যাপ ব্যবহারকারী যেকেউ ভার্চুয়াল কার্ড নিতে পারে। সেলফিন ভার্চুয়াল কার্ড এর বাৎসরিক রিনিউ চার্জ সম্পূর্ণ ফ্রি। বাংলাদেশের যে কোন প্লাটফর্মে একসেপ্টেবল একটি কার্ড। গ্রাহকের পছন্দ অনুযায়ী ভিসা কার্ড কিংবা মাস্টার কার্ড নিতে পারে। যে কোন ব্যাংকের কার্ড টু কার্ড লেনদেন করা আরো খুব সহজভাবে করতে পারে।
- সেলফিন একাউন্টে একটি ডুয়েল কারেন্সি প্রি-পেইড কার্ড ব্যবহার করা যায়। সকল গ্রাহকদের জন্য সেলফিন ডুয়েল কারেন্সি কার্ড ফ্রি। এ ধরনের ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে অতিদ্রুত লেনদেন করা যায়।
- বাংলাদেশের যেকোনো ব্যাংকে ইন্সট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে সেলফিন একাউন্ট দ্রুত কাজ করে। Cellfin অ্যাপ্লিকেশন এর মাধ্যমে বিভিন্ন মোবাইল ব্যাংকিং-এ ফান্ড ট্রান্সফার করা যায়। বিকাশ, রকেট কিংবা নগদ এ খুব সহজে ইনস্ট্যান্ট সেন্ড মানি করা যায়।
- সেলফিন অ্যাকাউন্ট ধারী যে কোন গ্রাহক বিভিন্ন ব্যাংকের কার্ড হতে অ্যাড মানি করতে পারে। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক অ্যাড মানির উপায় রয়েছে।
- সেলফিন একাউন্ট ধারী গ্রাহকরা যেকোনো এটিএম বুথ হতে উইথড্র করতে পারে। যে কোন এজেন্টে ক্যাশ আউট করতে পারে। কাছাকাছি বিভিন্ন এজেন্ট এর কাছে ক্যাশ আউট করতে পারে। পাশাপাশি ইসলামী ব্যাংকের সেলফিন হোম ব্যাংকিং গ্রাহক IBBL ব্রাঞ্চে টাকা উইড্রো করতে পারে।
- ফরেন রেমিটেন্স গ্রহণের জন্য সেলফিন অ্যাকাউন্ট অনেক জনপ্রিয়। নিজস্ব একাউন্ট এর মাধ্যমে বাহিরের দেশ থেকে খুব সহজে টাকা আনা যায়।
- সেলফিন হোম ব্যাংকিং অ্যাপ ধরা যেকোনো প্লাটফর্মে বিল পেমেন্ট ও রিচার্জ করা যায়। পাশাপাশি বিভিন্ন ধরনের টিকেট ক্রয় করা যায়।
- ই-কমার্স প্ল্যাটফর্মে লেনদেন করার জন্য সেলফিন খুব জনপ্রিয়। বিভিন্ন মার্চেন্ট পে-সহ অনলাইন ভিত্তিক পেমেন্ট করা যায়। বিভিন্ন মার্চেন্ট পে তে বেশি সংখ্যক অফার পাওয়া যায়।
- সেলফিন একাউন্ট খুলে অ্যাপে লগইন করুন। ইসলামী ব্যাংকের একাউন্ট সেলফিন এপ্লিকেশন দিয়েই খোলা যায়। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট মেনটেনেন্স একই অ্যাপ থেকে করা যায়। অ্যাকাউন্টের যাবতীয় সকল কার্যক্রম সেলফিন হোম ব্যাংকিং অ্যাপ্লিকেশন দিয়ে করা যায়। CellFin অ্যাপে ইসলামী ব্যাংকের সকল কার্ড এড করা যায়।
- ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকের ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন হয় না। সেলফিন হোম ব্যাংকিং অ্যাপে ইসলামী ব্যাংকের একাউন্ট খোলা যায়। একাউন্ট খোলার পর অ্যাপ দিয়েই কার্ড, চেক ইস্যু করা যায়।
- বাংলাদেশের যেকোনো এটিএম বুথ হতে ভার্চুয়াল কার্ডের মাধ্যমে টাকা তোলা যায়। ভার্চুয়াল কার্ড ডুয়েল কারেন্সি করে সেটাই ব্যবহার করা যায়।
স্কুল ও কলেজের ফি প্রদানে CellFin হোম ব্যাংকিং ব্যবহার করা যায়। বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল একই অ্যাপের মাধ্যমে প্রদান করা যায়। সেলফিন একাউন্ট ব্যবহারকারী অন্য ব্যবহারকারীর কাছে রিকোয়েস্ট মানি পাঠাতে পারে। গ্রাহক রিকোয়েস্ট মানি গ্রহন করলে আপনি তার কাছ থেকে ফান্ড আনতে পারবেন।
সেলফিন একাউন্টের দৈনিক ও মাসিক লিমিট ও চার্জ
সেলফিন মোবাইল ব্যাংকিং ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণ করে। এটি একটি আধুনিক মোবাইল ব্যাংকিং পরিষেবা। এর কিছু ব্যাংকিং লিমিট রয়েছে। চলুন জেনে নেই সেলফিন একাউন্টের মাসিক ও দৈনিক লিমিট গুলো।
সেলফিন হোম ব্যাংকিং অ্যাপের অসুবিধা
ইসলামী ব্যাংকের সেলফিন হোম ব্যাংকিং এর কিছু অসুবিধা রয়েছে। সেটা হল সেলফিন অ্যাপ ভেরিফিকেশন এবং সিকিউরিটি খুবই হাই। অনেকেই অ্যাপ সম্পর্কে খুব ভালোভাবে অভিজ্ঞতা নিতে পারে না। গ্রামের অনেকেই সেলফিন হোম ব্যাংকিং অ্যাপ সম্পর্কে অবগত না। ফলে তারা খুব সহজে সেলফিন মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারেনা। সেলফিন অ্যাপ ব্যবহারের সঠিক নিয়ম অনেকেই জানেনা। সঠিক লেনদেন পদ্ধতি না জানার ফলে অ্যাপ দ্বারা অনেকেই লেনদেন করতে পারে না।
সেলফিন অ্যাকাউন্ট যেহেতু বাংলাদেশ ইসলামী ব্যাংকের একটি পণ্য। তাই সেলফিন এর গ্রাহক সংখ্যা অনেক বেশি। ইসলামী ব্যাংকের একাউন্ট ধারী সকল গ্রাহক সেলফিন হোম ব্যাংকিং করে। IBBL সেলফিন নিরলসভাবে ঝুঁকিবিহীন লেনদেন পরিষেবা দিয়ে থাকে।
মিস কলের মাধ্যমে ইসলামী ব্যাংকের ব্যালেন্স জানুন
বাটন ফোন দিয়ে ইসলামী ব্যাংকের একাউন্ট ব্যালেন্স জানার উপায়। সেলফিন অ্যাপ ছাড়া IBBL একাউন্ট ব্যালেন্স জানার উপায়। মিসড কলের মাধ্যমে ইসলামী ব্যাংকে কত টাকা আছে জানুন। নিজের ফোন দিয়ে IBBL একাউন্ট ব্যালেন্স জানুন। ইসলামী ব্যাংক একাউন্ট বিস্তারিত ২০২৪।
ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স জানার জন্য একটি মিস কল যথেষ্ট। সেলফিন অ্যাপ বা ইসলামী ব্যাংকের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না। এখন থেকে একটি মিসকল এর মাধ্যমে ইসলামী ব্যাংকের একাউন্টের ব্যালেন্স জানা যাবে। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে কোন টাকা খরচ হবে না। শুধুমাত্র কল দিলেই ইসলামী ব্যাংকের একাউন্টে কত টাকা রয়েছে সেটা জানিয়ে দিবে।
ইসলামী ব্যাংক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ব্যাংক। এই ব্যাংকের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি। মাঝেমধ্যে এই ব্যাংকের গ্রাহকদের চাপে ব্যাংকের অনেক সমস্যা হয়ে যায়। বাংলাদেশের IBBL ব্যাংক বিশ্বের অন্যতম ১০০০ টি ব্যাংকের তালিকার মধ্যে রয়েছে। বাংলাদেশের একমাত্র ব্যাংক যা বিশ্ব দরবারে অনেক সুনামধন্য।
যেহেতু ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা বেশি তাই এদের পেশার সবসময় বেশি থাকে। অধিকাংশ গ্রাহক নিম্নবিত্ত শ্রেণীর থেকে শুরু করে উচ্চবিত্ত রয়েছে। ইসলামী ব্যাংক সকল ধরনের অ্যাকাউন্ট সার্ভিস প্রোভাইড করে। অনেক গ্রাহক রয়েছে যারা সেলফিন অ্যাপ, ইসলামী ব্যাংকের অ্যাপ্লিকেশন সম্পর্কে অবগত নয়। তাদের ইসলামী ব্যাংকের একাউন্টে ব্যালেন্স দেখা দুর্বিষহ হয়ে পড়ে। ইসলামী ব্যাংকের একাউন্ট ব্যালেন্স জানার জন্য খুব সহজ একটি পদ্ধতি হল মিসকল সিস্টেম। গ্রাহক মিস কল দিলে ইসলামী ব্যাংকের একাউন্টে কত টাকা রয়েছে সেটার মেসেজ চলে আসে।