উপায় ACC প্রিপেইড কার্ড কেনো নিবেন ও সেরা ১০টি অফার, সুবিধা, ফিচার
উপায় ACC দিয়েই উপায় প্রিপেইড কার্ড নিন। Upay প্রিপেইড কার্ড নিতে কোনো পাসপোর্ট প্রয়োজন নেই। উপায় কার্ড রেজিষ্ট্রেশন, চার্জ, লিমিট। ডুয়েল কারেন্সি MFS কো-ব্রান্ডেড ভিসা কার্ড কেনো নিবেন, কিভাবে নিবেন, কতদিন লাগে। উপায় ইউসিবি কো-ব্রান্ডেড প্রিপেইড কার্ড একটি ডুয়েল কারেন্সি কার্ড। উপায় প্রিপেইড কার্ড রেজিষ্ট্রেশন করার নিয়ম। বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম। উপায় একাউন্ট খোলার অফার ও সুবিধা। উপায় একাউন্ট খুললে কত টাকা বোনাস। উপায় একাউন্ট দেখার নিয়ম।
উপায় ACC প্রিপেইড কার্ড কেনো নিবেন ও সেরা ১০টি অফার, সুবিধা, ফিচার |
উপায় ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড এর সুবিধা। উপায় MFS ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড কিভাবে পাবো। একটি ভিসা কার্ডেই সকল সুবিধা দিচ্ছে উপায় মোবাইল ব্যাংকিং। ঘরে বসেই নিন উপায় ভিসা প্রিপেইড কার্ড। uPay প্রিপেইড ভিসা কার্ড কিভাবে ব্যবহার করব? দেশ বিদেশে সম্পূর্ণ লেনদেন স্বাধীনতা পেতে উপায় ভিসা কার্ডের সুবিধা। বাংলাদেশের একমাত্র mfs সুবিধাযুক্ত প্রিপেইড কার্ড এর সুবিধা।
ফোন দিয়ে উপায় একাউন্ট খোলার নিয়ম। উপায় ডায়াল কোড বা নাম্বার। উপায় মোবাইল ব্যাংকিং সকল লেনদেন চার্জ ও লিমিট। uPay ব্যবহারের নিয়ম। উপায় মোবাইল ব্যাংকিং রেজিষ্ট্রেশন। উপায় ক্যাশ আউট সকল চার্জসহ হাজারে ১৪ টাকা। UPay সর্বনিম্ন চার্জে রেমিট্যান্স ক্যাশআউট। uPay Apk দিয়ে একাউন্ট খোলা ও ভেরিফাই করার নিয়ম। উপায় হেল্প লাইন
উপায় প্রিপেইড কার্ড ব্যবহারের নিয়ম। uPay প্রিপেইড কার্ড বাৎসরিক রিনিউ চার্জ ও লেনদেন চার্জ। বিদেশে কিভাবে উপায় প্রিপেইড কার্ড ব্যবহার করবেন। ইউসিবি কো-ব্রান্ডেড ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড কিভাবে নিবেন। উপায় প্রিপেইডকার্ড পেতে কত দিন লাগে।
উপায় ACC কেনো খুলবেন ও সুবিধা
হোম ব্যাংকিং-এ কেনো উপায় একাউন্ট লেনদেন করবেন
উপায় একাউন্ট একটি আধুনিক ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা। এছাড়াও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সবচাইতে বেশি পাওয়া যায়। উপায় একাউন্ট দিয়ে লেনদেন করার মূল কারণ হতে পারে, এখানে ইনস্ট্যান্ট যেকোন সমস্যার সমাধান পাওয়া যায়। বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা এর চেয়ে এখানে খুব বেশি কাস্টমার সেবা পাওয়া যায়।
উপায় অ্যাকাউন্ট জনিত সমস্যা হলে মেসেঞ্জার এর মাধ্যমে কাস্টমার সার্ভিসের কথা বলে সমাধান করা যায়। এছাড়া, উপায় সংক্রান্ত বিভিন্ন সমস্যা বা গুরুত্বপূর্ণ মতামতের জন্য এখানে অনলাইন চ্যাট রয়েছে।
সকল গ্রাহক চাইলেই ইনস্ট্যান্ট সমাধান নিতে পারে। অন্যান্য মোবাইল ব্যাংকিং পরিষেবার মধ্য থেকে উপায় অনেক বেশি সুযোগ সুবিধা দেয়। বিভিন্ন ব্যাংকিং লেনদেন বোনাস, এবং সকল ধরনের অফার ও ডিসকাউন্ট একাউন্টে দিয়ে থাকে।
উপায় একাউন্টের সেরা ১১টি সুবিধা
উপায় একাউন্টের বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। অন্যান্য মোবাইল ব্যাংকিং প্লাটফর্মে এ নেই। উপায় মোবাইল ব্যাংকিং একটি ডিজিটাল ও স্বল্প খরচের লেনদেন ভিত্তিক প্ল্যাটফর্ম। uPay এর বেশি সুবিধা রয়েছে। চলুন আমরা উপায় অ্যাকাউন্টের বেশ কিছু সুবিধা সম্পর্কে জানবো।
- uPay ক্যাশ ইন সুবিধা: উপায় একাউন্টে বিভিন্ন অনলাইন ভিত্তিক প্লাটফর্ম থেকে ক্যাশ ইন সুবিধা গ্রহণ করা যায়। তাছাড়া, উপায় to উপায় একাউন্ট ফ্রিতে ক্যাশ ইন করা যায়। অনলাইন ভিত্তিক ডিজিটাল ফাইনান্সিয়াল মোবাইল ব্যাংকিং পরিষেবায় বিভিন্ন মাধ্যমে উপায় একাউন্টে ক্যাশ ইন করা যায়।
- উপায় ক্যাশ আউট সুবিধা: উপায় একাউন্ট এর মাধ্যমে ক্যাশ আউট সুবিধা সবচাইতে ভালো। যে কোন এজেন্ট-এ ক্যাশ আউট করা যায়। অন্যান্য ফাইন্যান্সিয়াল মোবাইল ব্যাংকিং পরিষেবা থেকে উপায় একাউন্টে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তাছাড়া, এর এজেন্ট গুলো বিভিন্ন অঞ্চল ভিত্তিক বা এলাকা ভিত্তিক পাওয়া যায়।
- uPay সেন্ড মানি সুবিধা: উপায় মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মে সেন্ড মানি সুবিধা রয়েছে। সেন্ড মানি করতে হলে উপায় একাউন্ট টু uPay একাউন্ট সেন্ড মানি করতে হয়। অন্যান্য মোবাইল ব্যাংকিং পরিষেবার মতই সেন্ড মানি সিস্টেম।
- উপায় কিউ আর পেমেন্ট সুবিধা: যেকোনো এজেন্ট বা মার্চেন্ট পে করার জন্য মোবাইল QR পেমেন্ট করা যায়। অনলাইন শপিং মার্কেটপ্লেস কিংবা আউটলেট সেন্টারে QR পেমেন্ট করা যায়। যেকোনো সুপার শপ বা কোন দোকানে উপায় QR স্কান পেমেন্ট ক্যাশব্যাক বা ডিসকাউন্ট সুবিধা দিয়ে থাকে।
- যে সকল স্থানে উপায় QR পেমেন্ট সাপোর্ট করে সেখানে যেতে হবে। ওই সকল দোকানে খুব সহজেই QR ব্যবহার করে পেমেন্ট করলে ভূল পেমেন্টের সম্ভাবনা থাকে না। QR পেমেন্টে দোকানের নাম্বার লেখার প্রয়োজন হয় না। শুধুমাত্র QR করতে স্ক্যান করে ইন্সট্যান্ট পেমেন্ট করা যায়।
- uPay এড মানি সুবিধা: উপায় একাউন্ট এড মানি সুবিধা সবচাইতে ভালো। বিভিন্ন ব্যাংক থেকে উপায় একাউন্টে অ্যাড মানি করা যায়। প্রতিটি অ্যাড মানি তে থাকে ক্যাশব্যাক অফার। বাংলাদেশের সকল ব্যাংক এবং এটিএম কার্ড থেকে উপায় একাউন্টে অ্যাড মানি করা যায়।
- উপায় পে বিল সুবিধা: দৈনন্দিন বিভিন্ন ধরনের বিল উপায় একাউন্ট দিয়ে পেমেন্ট করা যায়। উপায় একাউন্ট এর মাধ্যমে বিভিন্ন প্লাটফর্মে বিল প্রদান করলে ক্যাশব্যাক অফার থাকে। উপায় গ্রাহকরা অফার গুলো রেগুলার বিল পেমেন্টে পেয়ে থাকে।
- uPay মোবাইলে রিচার্জ: উপায় একাউন্ট ব্যবহার করে বাংলাদেশের সকল অপারেটরের সিমে রিচার্জ করা যায়। রিচার্জ করার মাধ্যমে প্রতি রিচার্জে কিছু নিশ্চিত ক্যাশব্যাক থাকে। সকল উপায় গ্রাহক রিচার্জের মাধ্যমে গ্রহণ করতে পারে। তাছাড়া, উপায়ে একাউন্ট দিয়ে রিচার্জ করলে বিভিন্ন প্যাকেজ রয়েছে। সকল প্যাকেজ খুবই সল্প খরচে বেশি সুবিধা দিয়ে থাকে।
- uPay ইন্ডিয়ান ভিসা পেমেন্ট: ইন্ডিয়ান ভিসা গ্রহণ করার জন্য পেমেন্ট করতে উপায় পেমেন্ট করা যায়। ইন্ডিয়ান ভিসা পেমেন্ট করার জন্য উপায় থেকে পেমেন্ট করলে বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়।
- উপায় ডোনেশন সুবিধা: আধুনিক ফিন্যান্সিয়াল মোবাইল ব্যাংকিং সেবায় বাংলাদেশের সকল প্লাটফর্মে ডোনেশন অপশনটি দেয়া থাকে। বিশেষ করে গ্রাহক চাইলে যেকোনো প্লাটফর্মে তার নিজের অর্থ থেকে ডোনেট করতে পারে। উপায় অ্যাকাউন্টে ডোনেশন অপশন রয়েছে। বাংলাদেশের বিভিন্ন সংস্থার নাম রয়েছে। uPay গ্রাহক খুব সহজেই ডোনেট করতে পারবেন।
- বিভিন্ন ব্যাংকে ফান্ড ট্রান্সফার: বাংলাদেশের সকল ব্যাংকে উপায় একাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করা যায়। অর্থাৎ, উপায় একাউন্টের ব্যালেন্স বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ট্রান্সফার করা যায়। ফলে উপায় একাউন্ট টু ব্যাংক একাউন্ট লেনদেন আরো সহজ। এই ধরনের ফান্ড স্বল্প খরচে ট্রান্সফার করা যায়।
UCB MFS উপায় প্রিপেইড কার্ড কেনো নিবেন ও সুবিধা
উপায় প্রিপেইড কার্ড বাংলাদেশের সর্বপ্রথম এমএফএস কার্ড। বাংলাদেশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সাথে যৌথ উদ্যোগে এটি বের হয়েছে। যেকোনো প্রিপেইড কার্ড ব্যবহার করতে হলে ব্যাংক কতৃক কার্ডটি নিয়ন্ত্রণ হয়ে থাকে। উপায় MFS কো-ব্রান্ডেড প্রিপেইড কার্ড এর ব্যবহার করতে কোনো ব্যাংকের দরকার নাই। উপায় প্রিপেইড কার্ড পরিচালনা করতে ব্যাংকিং কার্যক্রম এর প্রয়োজন নেই।
উপায় একটি আধুনিক মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান। uPay মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রিপেইড কার্ডটি নিতে পারবে। বাংলাদেশের সকল গ্রাহক, যারা উপায় একাউন্টের একজন গ্রাহক। যারা উপায় একাউন্টের মাধ্যমে লেনদেন করে, তারাই এই কার্ড নিতে পারে। কোন ব্যাংক একাউন্ট ছাড়াই mfs কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড নেওয়া যায়।
উপায় প্রিপেইড কার্ড সম্পূর্ণ UCB ব্যাংকের প্রচলিত অর্থায়নে কাজ করবে। এছাড়া, প্রিপেইড কার্ডটি ব্যবহার করতে কোন ব্যাংক অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই। উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই কার্ড নিয়ন্ত্রণ করা যায়। উপায় প্রিপেড কার্ড একটি আধুনিক MFS প্রিপেড কার্ড। এটি এমন একটি কার্ড যার মাধ্যমে মোবাইল ব্যাংকিং ও অফলাইন ব্যাংকিং করা যায়।
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ডুয়েল কারেন্সিতে ব্যবহার করা যায়। MFS কো-ব্রান্ডেড বা উপায় প্রিপেইড কার্ড ব্যবহার করতে কোন ধরনের ব্যাংক একাউন্টের দরকার নেই। তাছাড়া এটি নিতে ব্যাংকের সাথে কোন লেনদেন, বা ব্যাংকের সাথে কোন সম্পর্ক থাকার প্রয়োজন নেই। উপায় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকলে যে কোন গ্রাহক এই কার্ডটি নিতে পারে।
উপায় ACC প্রিপেইড কার্ডের নতুন ফিচার
উপায় কো ব্রান্ডের প্রিপেড কার্ডে কি কি বৈশিষ্ট্য রয়েছে। চলুন আমরা আজকে জেনে নিবো এই কার্ডটির কি কি বৈশিষ্ট্য রয়েছে।
- কন্ট্রাকলেস ভিসা কার্ডঃ উপায় প্রিপেড কার্ড একটি কন্টাকলেস প্রিপেইড কার্ড। উপায় কার্ড পেতে হলে কোন ধরনের যোগাযোগ এর দরকার নাই। তাছাড়া, এটি ব্যবহার করতে কোন ডকুমেন্টসের প্রয়োজন হয় না।
- দেশে বিদেশের যেকোনো এটিএম বুথ থেকে টাকা উত্তোলনঃ দেশের কিংবা দেশের বাহিরের যেকোনো এটিএম বুথ থেকে টাকা তোলা যায়। এছাড়াও, উপায় কো-ব্রান্ডেড প্রিপেইড একটি ডুয়েল কারেন্সি সাপোর্টেড কার্ড। টাকা থেকে ডলার কনভার্ট করে ফরেন কারেন্সিতে তোলা যায়। বাংলাদেশের সকল বুথে এই কার্ডটি গ্রহনযোগ্য।
- ডুয়েল কারেন্সি কার্ডঃ উপায় প্রিপেইড কার্ড একটি সম্পূর্ণ ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড। পাসপোর্ট এন্ড্রোসমেন্ট করে বিশ্বের সকল দেশে ডুয়েল কারেন্সিতে ব্যবহার করা যায়।
- দেশের বাহিরে শপিং নিশ্চয়তাঃ আন্তর্জাতিক এবং স্থানীয় শপিং সুবিধা। অর্থাৎ, বাংলাদেশ সহ বিশ্বের যে কোন দেশ থেকে কার্ড ব্যবহার করে কেনাকাটা করা যায়। অনলাইন শপিং প্লাটফর্মে উপায় প্রিপেইড কার্ড ব্যবহার করে সকল ধরনের কেনাকাটা করা যায়।
- উপায় অ্যাপ দিয়ে কার্ড ব্যালেন্স চেকঃ উপায় প্রিপেইড কার্ড উপায় অ্যাপ দিয়ে ব্যালেন্স চেক করা যায়। উপায় একাউন্টের সাথে কার্ড লিংকআপ করে নিলে সকল বিস্তারিত অ্যাপের মাধ্যমে দেখা যায়। উপায় একাউন্ট দিয়ে কার্ডের যাবতীয় লেনদেন পরিচালনা করা যায়।
- ট্রানজেকশন এলার্ট সিস্টেমঃ উপায় প্রিপেইড কার্ড দিয়ে লেনদেন করার সময় ট্রানজেকশন এলার্ট দিবে। এছাড়া, উপায় এপ্লিকেশনের মধ্যে ট্রানজেকশন নোটিফিকেশন দেখা যায়। যেকোনো লেনদেনে সঠিক নোটিফিকেশন পেতে লেনদেন এলার্ট সিস্টেম বেশ কার্যকর।
- কার্ডে ন্যূনতম কোনো ব্যালান্স রাখার প্রয়োজন নেইঃ উপায় কো-ব্রান্ডেড প্রিপেইড কার্ড ওপেনিং করার সময় ন্যূনতম কোন ব্যালেন্স রাখার প্রয়োজন নেই। অর্থাৎ, কার্ডে শূন্য টাকা রেখেই কার্ড নেয়া যায়। মিনিমাম কনো ব্যালেন্স রাখার রিকয়ারমেন্ট নাই।
- নিয়মিত কার্ড ব্যবহারকারীর জন্য অটো নবায়নঃ উপায় আধুনিক MFS কার্ডটি বছর শেষে অটোমেটিক নবায়ন হয়ে যায়। রেগুলার ব্যবহারে কোন নবায়ন প্রয়োজন নেই। একজন গ্রাহক যদি রেগুলার এই কার্ড ব্যবহার করে, তাহলে বছর শেষে অটোমেটিক নবায়ন হয়ে যায়। কার্ড অ্যাক্টিভেশন এবং অন্যান্য সকল মেইনটেন্যান্স ইউসিবি কল সেন্টার (16419) এর মাধ্যমে করা যায়।
- কার্ড লোড করতে কোনও চার্জ নেইঃ উপায় প্রিপেইড কার্ডে টাকা লোড সম্পূর্ণ ফ্রি। যেকোনো এজেন্ট থেকে টাকা লোড করার সময় কোন এক্সট্রা চার্জ নেওয়া হয় না। উপায় একাউন্ট থেকে কার্ডে টাকা লোড করতেও কোনো আলাদা চার্জ দিতে হয় না।
উপায় প্রিপেইড কার্ডের সেরা ১০টি সুবিধা
বাংলাদেশ ইউসিবি ব্যাংক ও উপায় মোবাইল ব্যাংকিং যৌথ মিলিত হয়ে কার্ড পরিচালনা করে। উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড একটি আধুনিক MFS ভুক্ত একটি কার্ড। চলুন জেনে নেই এই উপায় প্রিপেইড কার্ড এর সকল ধরনের সুযোগ সুবিধা।
উপায় ACC প্রিপেইড কার্ড হোম রেজিষ্ট্রেশন সুবিধা
উপায় প্রিপেইড কার্ড পাওয়ার জন্য কোন ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। একজন গ্রাহক উপায় এপ্লিকেশন ব্যবহার করে কার্ডের জন্য আবেদন করতে পারে। এছাড়া, যেকোনো উপায় এজেন্ট থেকেও এই কার্ডটি নেওয়া যায়।
উপায় কো-ব্রান্ডেড প্রিপেইড কার্ড আবেদন করতে কোন ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন হয় না। উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট রেজিস্ট্রেশন করে কার্ড আবেদন করা যায়। উপায় কতৃপক্ষ ৫৭৫ টাকার বিনিময়ে এই কার্ডটি দিয়ে থাকে।
uPay প্রিপেইড কার্ড টপআপ অফার সুবিধা
উপায় প্রিপেইড কার্ড ব্যবহারকারী নিজেই কার্ডে লোড করতে পারে। উপায় প্রিপেইড কার্ডে টাকা লোড করতে কোন ব্যাংক বা কোন ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের যে কোন উপায় এজেন্ট থেকেই কার্ড লোড করা যায়। এছাড়াও অনলাইন মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে টাকা লোড করা যায়। উপায় একাউন্টে যে ব্যালেন্স থাকে সেটাও উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ডে লোড করা যায়।
উপায় ACC পাসপোর্ট ছাড়াই ডুয়েল কারেন্সি কার্ড সুবিধা
উপায় প্রিপেইড কার্ড একটি ডুয়েল কারেন্সি কার্ড। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশে এই কার্ড থেকে লেনদেন করা যায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে গেলে উপায় ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড সাথে রাখতে পারে। বিভিন্ন দেশে ব্যবহার করার জন্য উপায় অ্যাকাউন্ট এপ্লিকেশনে লগইন থাকলে কার্ডটি ব্যবহার করা যাবে।
বিভিন্ন দেশের বিভিন্ন এটিএম বুথ থেকে খুব সহজে টাকা তোলা যায়। বিশ্বের সকল অনলাইন মার্কেটপ্লেসে ডুয়েল কারেন্সি কার্ড সাপোর্ট করে। সে সকল মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম থেকে উপায় প্রিপেইড কার্ড দিয়ে লেনদেন করা যায়।
MFS প্রিপেইড কার্ড টু উপায় অ্যাপে এড সুবিধা
একজন গ্রাহক কোন এটিএম কার্ড ব্যবহার করলে তার তথ্য দেখার প্রয়োজন হতে পারে। কার্ডের তথ্য দেখার জন্য যে তার নির্ধারিত ব্যাংক একাউন্টের লগইন করে দেখতে হয়। উপায় প্রিপেইড কার্ডের সকল তথ্য উপায় অ্যাপ্লিকেশন থেকে দেখা যায়। উপায় প্রিপেইড কার্ড এর ডিটেলস দেখাতে কোন ব্যাংক একাউন্টের প্রয়োজন নেই।
উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনে একাউন্ট খুলুন। উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন দিয়েই প্রিপেইড কার্ডের ডিটেলস দেখা যাবে। লেনদেন ট্রানজেকশন ডিটেলসহ সকল স্টেটমেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে দেখা যায়। তাছাড়া, কার্ড ব্যালেন্স দেখতেও উপায় অ্যাপ ব্যবহার করতে হবে।
উপায় প্রিপেইড কার্ড ভ্রমন ডিসকাউন্ট সুবিধা
ভ্রমণের জন্য উপায় প্রিপেড কার্ড অন্যতম সঙ্গী হতে পারে। আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন ইমারজেন্সি টাকার প্রয়োজন হতে পারে। আশেপাশে কোন এটিএম বুথ কিংবা ব্যাংক না থাকায় কার্ডের টাকা তুলতে পারিনা।
উপায় প্রিপেইড কার্ড থাকলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই টাকা তোলা সম্ভব। উপায় এজেন্ট থেকে খুব সহজে কার্ড দিয়ে টাকা তোলা যায়। উপায় প্রিপেইড কার্ডের টাকা তুলতে কোনো ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই।
uPay প্রিপেইড কার্ডের সকল চার্জ আপডেট
উপায় প্রিপেইড কার্ডের কিছু চার্জ যেগুলো সকলের জানা উচিত। প্রিপেইড কার্ড ব্যবহারে যেসকল চার্জ লাগবে চলুন জানি।
- গ্রাহক দুই বছরের জন্য কার্ড ইস্যু করতে পারে, এককালীন ৫৭৫টাকা দিতে হয়।
- প্রতি বছর কার্ড নবায়ন করতে ৫৭৫টাকা লাগবে। কার্ড নবায়ন প্রথম বছর থেকে ২য় বছর ফ্রি। পরবর্তী বছর থেকে প্রতি বছর বাৎসরিক ফি ৫৭৫ টাকা।
- বাৎসরিক এসএমএস চার্জ বাবত ফি ২৩০ টাকা। কার্ড ইস্যু হওয়ার পরে এই SMS চার্জ সকল ভ্যাটসহ কাটা হয়।
- উপায় প্রিপেইড কার্ডে লোড চার্জ সম্পূর্ণ ফ্রি।
- নতুন কার্ড রিপ্লেসমেন্ট ফি ৫৭৫ টাকা। যদি কার্ড হাড়িয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে নতুন কার্ডের মূল্য দিতে হয়। মূল্য পরিশোধ করার পর কার্ড রি-ইস্যু করা হয়।
- MFS কো-ব্রান্ডেড প্রিপেইড কার্ড পিন রি-ইস্যু চার্জ ফি ফ্রি। নতুন করে পিন সেটআপ সম্পূর্ণ বিনামূল্যে করা যায়।
- ইউসিবি ব্যাংকের এটিএম বুথ থেকে ক্যাশ আউট ফি ০.৮% হয়
- অন্যান্য ব্যাংকের ATM বুথ নেটওয়ার্কে ক্যাশ আউট চার্জ ১৫ টাকা।
- ভিসা সাপোর্টেড লোকাল এটিএম বুথ থেকে ক্যাশ আউট চার্জ ২৩ টাকা।
- ইন্টারন্যাশনাল বিশ্বের বিভিন্ন দেশর এটিএম বুথ থেকে ক্যাশ আউট ফি ১.৮%
- উপায় প্রিপেইড কার্ড মার্চেন্ট পেমেন্ট চার্জ ফ্রি
- উপায় অ্যাপ ব্যবহার করে কার্ড টু কার্ড বা ব্যাংক টু কার্ড লেনদেন চার্জ ১% চার্জ।
উপায় প্রিপেইড কার্ড কাদের জন্য উপযোগী? যেসকল গ্রাহক ব্যাংক একাউন্ট সম্পর্কে খুব বেশি জানে না, তাদের জন্য উপায় প্রিপেইড কার্ড ভালো হতে পারে৷ যেহেতু, এমএফএস কো-ব্রান্ডেড প্রিপেইড কার্ড একটি একাউন্টলেস কার্ড তাই এটির ব্যবহার করা খুব সহজ।
উপায় প্রিপেইড কার্ড নিতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা অ্যাপ খুলে বিস্তারিত দেখুন। uPay একাউন্ট খুলে আপনিও একটি UCB MFS কো-ব্রান্ডেড বা উপায় প্রিপেইড কার্ড নিতে পারেন। উপায় একাউন্ট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি আধুনিক মোবাইল ব্যাংকিং পরিষেবা। নিরবিচ্ছিন্ন সেবা দিতে বাংলাদেশ ইউসিবি ব্যাংক উপায় সেবা দিচ্ছে। উপায় একাউন্টের একটি আকর্ষণীয় একটি প্রি পেইড কার্ড রয়েছে। সকল উপায় গ্রাহক চাইলেই কো ব্রান্ডেড প্রিপেইডকার্ড খুব সহজে নিতে পারে।