বেডরুম আকর্ষণীয় করার ভাইরাল ৪টি ঘরোয়া ট্রিকস
বেডরুম সাজানোর ভাইরাল জিনিস। নতুন কিছু ছোট বেডরুম ডেকোরেশন। বেডরুম সাজিয়ে রাখার জন্য ৪টি ঘরোয়া উপায় শিখুন। শখের বেডরুম আকর্ষণীয় করে সাজানোর নতুন পদ্ধতি। কম খরচে বেডরুম সাজানোর ঘরোয়া উপায়। সাজানো গোছানো বেডরুম করতে কি বিষয়ে মনোযোগ দেয়া উচিত।
![]() |
বেডরুম আকর্ষণীয় করার ভাইরাল ৪টি ঘরোয়া ট্রিকস |
নিজের বেডরুম মনের মত করে সাজাতে সবাই পছন্দ করে। অনেক টাকা খরচ করে একটি বাড়ি বানানোর পরে বেডরুম সাজানো খুব গুরুত্বপূর্ণ। বেডরুম সাজানোর জন্য আরো কিছু টাকা খরচ করলে সৌন্দর্য অনেক বেড়ে যাবে। গ্রাম অঞ্চলে আকর্ষণীয় বেডরুমের কদর খুব বেশি। শহর অঞ্চলে বেডরুম সাজানোর ব্যাপক চাহিদা রয়েছে।
শহর অঞ্চলে বেডরুম সাজিয়ে আকর্ষণীয় করে তোলা একরকম প্রতিযোগীতার মত। সকলেই তার বাসার বেডরুম মনের মত করে সাজাতে চায়। কেউ আবার বিভিন্ন ইন্টেরিয়র কম্পানির সাহায্যে সাজিয়ে থাকে।
ঘরোয়া উপায়ে বেডরুম সাজানোর টিপস
উন্নত বিশ্বের এর প্রচলন বেশি, কারন মানুষ সব সময় ব্যতিক্রম কিছু করতে চায়। আপনি যখন আপনার বেডরুম মনের মত সাজাবেন তখন আপনার নিজের কাছে ভালো লাগবে এবং বেডরুম আকর্ষণীয় করে তুলবে। একটি বেডরুম এমন ভাবে সাজানো উচিত যা দেখলে সকলের পছন্দ হয়। ঘরোয়া উপায়ে বেডরুম সাজানোর ট্রিকস জানা থাকলে কম খরচে রুম ভালো সাজানো যায়। আজকে এমন চারটি বেডরুম সাজানোর ট্রিকস বলবো যা সকলের জানা উচিত।
সখের বেডরুম সাজাতে সবাই কম বেশি পছন্দ করে। নিজের হাতে সুন্দর ভাবে সাজাতে পারেন আপনার বেডরুম। শুরু থেকে প্লানিং করা থাকলে বেডরুম সাজাতে বেশি একটা কষ্ট হবে না। আজকাল তো অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা আপনার ইচ্ছা মত সাজিয়ে দিবে। আজকে ঘরোয়া উপায়ে বেডরুম সাজানোর ৪ টি টিপস দিবো যেগুলো আপনার বেডরুম আরো আকর্ষণীয় করে তুলবে।
বেডরুমের লাইটিং সেটআপ ট্রিকস
বেড রুমের সৌন্দর্য ফুটিয়ে তুলে রুমের লাইটিং এর মাধ্যমে। রুমের আলো যতটা উজ্জ্বল হবে রুম ততটাই আকর্ষণীয় হবে। টিউব লাইট বা এল ই ডি লাইট না লাগিয়ে নতুন ধরনের কিছু লাইট লাগান। বেড রুম ফুটিয়ে তুলতে হালকা আলোর লাইট স্থাপন করতে পারেন।
টেবিল ল্যাম্প, ঝুলানো লাইট, বা বিভিন্ন ডিম লাইট লাগলে আরো আকর্ষণীয় হয়। বেডরুমের কোনায় কম আলোর লাইট লাগানো যেতে পারে যেগুলো দেখতে আকর্ষণীয় হয়। বেডরুমের দেয়ালে জারবাতি লাগাতে পারেন যেগুলো রুমের বিভিন্ন রঙ ফুটিয়ে তুলবে। বেশি আলোর লাইট লাগালে সেগুলো দেয়ালে না লাগিয়ে উপর থেকে ঝুলিয়ে রাখতে পারেন। দেয়ালে বেশি আলোর লাইটের দিকে তাকালে মাথা ধরে যায়।
আপনার বাসার লাইটিং কেমন সাজাবেন ইউটিউব থেকে শিখে নিতে পারেন। বেডরুম আকর্ষণীয় করতে সঠিক লাইটিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাজারে বেশ কিছু স্মার্ট লাইটিং সেটআপ পাওয়া যায় যেগুলো বেডরুম সাজানোর জন্য পারফেক্ট।
বেডরুমের দেয়ালে কি রঙ লাগানো উচিত
বেড রুমের সৌন্দর্য অনেক টা নির্ভর করে রুমের দেয়ালের উপর। বেশি গাঢ় রঙ রুমকে অন্ধকার আচ্ছন্ন করে রাখে। লাইট কালার টাইপের রঙ লাগানো উচিত। পুরো বেডরুমের দেয়ালে একই কালার রঙ না দেয়াই ভালো। ২/৩ কালারের রঙ লাগানোর চেষ্টা করুন। কিছু রঙ আছে যেগুলো হালকা কালার এবং দেখতে সুন্দর সেগুলো লাগাতে পারেন।
বেডরুমের দেয়াল অনুযায়ী রঙ করা উচিত। কিছু কিছু রঙ বেডরুমের ভিতরটা এতই সুন্দর করবে যা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বেডরুম রঙ করার ক্ষেত্রে আপনার পছন্দের কালার বেশি প্রাধন্য দিন। রঙ লাগানোর সময় সস্তা কিছু ব্যবহার না করে ভালো রঙ ব্যবহার করার চেষ্টা করুন।
বেডরুম রঙ করার আগে রুমের দেয়ালের টেম্পার চেক করা উচিত। অতিরিক্ত গাঢ় কালারের রঙ রুমকে অন্ধকার করে রাখে। তাছাড়া এইসব রঙ লাগালে লাইটের আলো তেমন ফুটে ওটে না। তাই, বেডরুম বেশি আকর্ষণীয় করার জন্য লাইট টাইপের রঙ ব্যবহার করা উচিত। বাজারে কিছু রঙ পাওয়া যায়, যেগুলো রুমের আলো দ্বিগুণ করে তোলে।
বেডরুমে ওয়াল পেপার লাগানোর ট্রিকস
রুম ওয়াল পেপার কম খরচে বেডরুম আকর্ষণীয় করার একটি উপায়। বেডরুমে রঙ না করে এইসব ওয়ালপেপার লাগানো বুদ্ধিমানের কাজ। চায়নিজ রা সব সময় এমন কিছু উদ্ভাবন করে যার খরচ কম কিন্ত চাহিদা বেশি।
বেডরুমের দেয়ালে রঙ করতে বহু বেশি খরচ হয়। চাইনিজ রা এমন এক পোস্টারিং ওয়ালপেপার বের করেছে যা দেয়াল সাজানো যায়। এই ওয়ালপেপার খুবই মজবুত হয় এবং সহজে ছিরে যায় না। পুরো বেডরুমে এগুলো লাগানো যায়৷
রুম ওয়াল পেপার রুমের লাইটের মধ্যমে আরো বেশি আকর্ষণীয় করে। এটি পরবর্তী সময়ে চাইলে তুলে ফেলা যায়। তাছাড়া, বেডরুমে টাইলস লাগানোর পরিবর্তে ওয়াল পেপার লাগানো যায়। এগুলো দেখতে হুবহু টাইলসের মতই মনে হবে। সিম্পলের ভিতরে খুব কম সময়ে বেডরুমের ভিতরের দেয়াল সাজিয়ে তুলতে পারেন।
ঘরে কোর্ট ড্রাই ওয়াশ ট্রিকস
ঘরের ভিতরে রঙ করা এখন পুরানো স্টাইল। অনেকই এখন বেডরুমের ভিতরের দেয়ালে বড় ওয়ালপেপার লাগায়। এই ওয়ালপেপার মূলত চাইনিজরা বের করেছে। আপনিও আপনার বেড রুমে ওয়ালপেপার লাগাতে পারেন, এবং এগুলো খুব মজবুত হয়। আপনার পছন্দের রঙ অনুযায়ী ওয়ালপেপার সিলেক্ট করতে পারেন। তবে চেষ্ট করুন পুরো বেড রুমে লাগানোর।
দুটি কালারের ওয়ালপেপার লাগালে খুব একটা খারাপ হবে না। কিছু ওয়াল পেপার রয়েছে যেগুলো দেখতে টাইলসের মত মনে হয়। তাছাড়া এক কালারের বা কালার ফুল ওয়াল পেপার পাওয়া যায়। দেয়ালে রঙের পরিবর্তে রঙের কালারের ওয়াল পেপার পাওয়া যায় যেগুলো আরো বেশি আকর্ষণীয় করে তোলে।
বেডশিট, দরজা জানালার পর্দা
বেডরুম সুন্দর করে সাজাতে বেডশিট খুবই আকর্ষণীয় হতে হবে। জানালার পর্দার সৌন্দর্য বেডরুম অনেক বেশি প্রিমিয়াম করে তোলে। তাই জানালার পর্দার প্রতি ও গুরুত্ব দিতে হবে। বেডরুমের জানালার পর্দা সুন্দর বাছাই করার চেষ্ট করুন। জানালার পর্দা এমন রঙের নিন যেটা রুমের সাথে মানানসই। ছিম ছাম রঙের বেডশিট এবং পর্দা লাগান তাহলে সুন্দর লাগবে।
দরজায় পর্দা লাগানো এখন পুরানো স্টাইল হয়ে দাড়িয়েছে। সুতার মত বা দরির মত কিছু পর্দা আছে সেগুলো লাগাতে পারেন। দরজার উপরে কিছু ঝুলিয়ে রাখতে পারেন এতে করে রুমের সৌন্দর্য বাড়বে। বেডরুমের জন্য ইউনিক কিছু লাগানোর চেষ্টা করুন যা অন্যদের তুলনায় আনকমন হয়। বেডরুম বেশি আকর্ষণীয় করতে এগুলোর প্রতি বেশি নজর দিন।