বাসায় কোর্ট ড্রাই ওয়াশ করার নতুন ভাইরাল উপায়

মাত্র ১০ টাকায় ঘরে বসে কোর্ট ড্রাই ওয়াশ পদ্ধতি। ড্রাই ক্লিন নাকি ড্রাই ওয়াশ কোনটা ভালো? নতুন উপায়ে ৫মিনিটে স্যাুট ওয়াশ, ঢাকায় কোর্ট ওয়াশ করার খরচ?

কোর্ট ড্রাই ওয়াশ করার একদম নতুন ঘরোয়া উপায় শিখুন। কোর্ট ড্রাই ওয়াশ করতে কি ব্যবহৃত হয়। ঘরোয়া উপায়ে কোর্ট ড্রাই ওয়াশ করার লাভ ও ক্ষতি। কোর্ট ড্রাই ওয়াশ করার নতুন পদ্ধতি শিখুন এবং ঘরে বসেই তা করুন।  আমাদের প্রতিদিনের উল্লেখযোগ্য পোষাক হলো কোর্ট। দৈনন্দিন ব্যবহারে ময়লা হওয়া কোর্ট ড্রাই ওয়াশ করা উচিত। কোর্টের কাপড় দীর্ঘদিন ভালো রাখতে ও উজ্জ্বলতা ধরে রাখতে কোর্ট ড্রাই ওয়াশ করতে হয়।

বাসায় কোর্ট ড্রাই ওয়াশ করার নতুন ভাইরাল উপায়
বাসায় কোর্ট ড্রাই ওয়াশ করার নতুন ভাইরাল উপায়

কোর্ট ড্রাই ওয়াশ করার ঘরোয়া ভাইরাল সমাধান। ঘরোয়া উপায় কোর্ট ড্রাই ওয়াশ করতে কি কি লাগে জানুন আজকের পোষ্টের মাধ্যমে। লন্ড্রির দোকানের মত কোর্ট ড্রাই ওয়াশ করার সঠিক নিয়ম জানুন। ঘরে বসেই মাত্র ১০ টাকায় কোর্ট ড্রাই ওয়াশ করার নিয়ম জানুন।

ঘরোয়া কোর্ট ড্রাই ওয়াশ কি, ও এর লাভ ক্ষতি

ড্রাই ওয়াশ হলো পোশাক পরিষ্কারের পদ্ধতি, যেখানে পানি ব্যবহার করা হয় না। কিছু কিছু ড্রেস রয়েছে যেগুলো পানি দ্বারা ওয়াশ করা যায় না। পানি দিয়ে ওয়াশ করার ফলে কোর্টের উজ্জ্বলতা বা কালার নষ্ট হয়ে যায়। ড্রাই ওয়াশ করলে কোর্ট এর টেকচার নষ্ট হয়না। ড্রাই ওয়াশ পোশাককে বিশেষ ধরনের রাসায়নিক বা শুষ্ক তাপের মাধ্যমে পরিষ্কার করা হয়। বেশিরভাগ লোক ঘরে বসে ড্রাই ওয়াশ করার নিয়ম জানে না। বাসায় বসেই খুবই সহজ পদ্ধতিতে কোর্ট ড্রাই ওয়াশ করা যায়।

ঘরে বসেই কোর্ট ড্রাই ওয়াশের সুবিধা

ঘরে বসেই ড্রাই ওয়াশ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সময় ও টাকা দুটোই বেঁচে যাওয়া। দোকানে কোর্ট ড্রাই ওয়াশ করতে দিলে একদিকে যেমন টাকা খরচ হয়, অন্যদিকে সময় ও নষ্ট হয়। তাছাড়া নিজের কাজ নিজে করার ফলে নতুন কিছু শিখা যায়।  কোর্ট ড্রাই ওয়াশ করার প্রধান কারণ হচ্ছে দীর্ঘদিন কোর্টের উজ্জ্বলতা ধরে রাখা। বাসায় বসেই কোর্ট ড্রাই ওয়াশ করার ফলে নিজের ইচ্ছে অনুযায়ী যত্ন নেয়ে যায়।

  • কোর্ট ড্রাই ওয়াশ পোশাকের রঙ এবং কাপড়ের ধরন ধরে রাখতে সাহায্য করে।
  • ড্রাই ওয়াশ পোশাকের ক্ষতি কম করে।
  • ড্রাই ওয়াশ কোর্টের আকার ধরে রাখতে সাহায্য করে এবং কাপড় দীর্ঘদিন উজ্জ্বলতা ধরে রাখে।
  • ড্রাই ওয়াশ কম সময়ে দ্রুত পরিষ্কার করতে পারে।

কোর্ট ড্রাই ওয়াশের অসুবিধাগুলো হলো

ড্রাই ওয়াশ অন্যান্য পোশাক পরিষ্কারের পদ্ধতির তুলনায় বেশি ব্যয়বহুল। ড্রাই ওয়াশ কিছু পোশাকের জন্য উপযুক্ত না যেমন:

  • পাতলা ফাইবার দিয়ে তৈরি পোশাক
  • উল জাতীয় পোশাক
  • টিস্যু কাপড়ের পোশাক

কোর্ট ড্রাই ওয়াশের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখতে হবে:

  • কোর্ট ড্রাই ওয়াশ করানোর আগে নির্দেশাবলী ভালোভাবে জানতে হবে।
  • কোর্টের ধরন এবং দাম অনুযায়ী ড্রাই ওয়াশের সময় নির্ধারণ করুন।
  • অভিজ্ঞ ড্রাই ওয়াশিং এক্সপার্ট লোকদের থেকে পরামর্শ নিন।

বাংলাদেশে কোর্ট ড্রাই ওয়াশের চাহিদা বহুগুণে বেড়ে গিয়েছে। আধুনিকতার ছোয়া এখন গ্রাম পর্যায়ে চলে গেসে। গ্রামেও এখন কোর্ট ড্রাই ওয়াশের দোকান পাওয়া যায়। মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়ে শহরাঞ্চলে বাড়ছে ড্রাই ওয়াশিং দোকানের সংখ্যা। মানুষ এখন কোর্টের সৌন্দর্য এবং দীর্ঘস্থায়িত্বের দিকে বেশি মনোযোগ দিচ্ছে।

ড্রাই ওয়াশের মাধ্যমে কোর্ট সুন্দর এবং দীর্ঘস্থায়ী রাখা যায়। নরমাল পোশাক পরিষ্কারের পদ্ধতির তুলনায় কোর্ট ড্রাই ওয়াশ বেশি ব্যয়বহুল। কোর্ট ড্রাই ওয়াশের ক্ষেত্রে উপরে উল্লেখিত বিষয়গুলো মনে রাখা জরুরি।

ড্রাই ওয়াশ করতে কি কি ব্যবহার করা হয়

কোর্ট ড্রাই ওয়াশ করতে নিম্নলিখিত উপকরণগুলো ব্যবহার করা হয়:

পরিষ্কারকারক দ্রবনঃ কোর্ট ড্রাই ওয়াশে ব্যবহৃত দ্রাবক হলো জৈব দ্রাবক। সাধারণত পেট্রোলিয়াম, ট্রাইক্লোরোইথেন বা টেট্রাক্লোরোইথিলিন দিয়ে তৈরি। দ্রাবকগুলো পানিতে দ্রবীভূত হয় না। কোর্ট থেকে ময়লা, তেল এবং অন্যান্য দূষক পদার্থকে দ্রবীভূত করতে পারে।

তাপঃ কোর্ট ড্রাই ওয়াশে পোশাক শুকানোর জন্য শুষ্ক তাপ ব্যবহার করা হয়। এই তাপ দ্রবন থেকে পোশাককে শুকিয়ে দেয়। ড্রাই তাপে পোশাকের আকার ধরে রাখতে সাহায্য করে।

এছাড়াও অন্যান্য রাসায়নিক দ্রবন ড্রাই ওয়াশে ব্যবহার হয়। কোর্টের দাগ দূর করতে এবং রঙ ধরে রাখতে সাহায্য করে। 

বিটার্সঃ বিটার্স হলো এমন কিছু রাসায়নিক যা পোশাকের দাগকে দ্রবীভূত করতে সাহায্য করে।

ড্রাই রিমুভার: রিমুভার হলো এমন কিছু রাসায়নিক দ্রবন যা কোর্টের দাগকে তুলে ফেলে।

কতদিন পর পর কোর্ট ড্রাই ওয়াশ করতে হয়

কোর্ট কতদিন পর পর ড্রাই ওয়াশ করতে হবে তা নির্ভর করে পোশাকের ধরন, ব্যবহারের ওপর। সাধারণত একটি কোর্ট প্রতি এক মাস পর পর ড্রাই ওয়াশ করা উচিত। কোর্ট ব্যবহার বেশি হলে এটি সুরক্ষিত রাখার জন্য ড্রাই ওয়াশ করা গুরুত্বপূর্ণ। কোর্টের উপর লেগে থাকা ধুলোবালি মসৃণ ব্রাশ দিয়ে ঘসে উঠিয়ে ফেলুন।

ঘরে বসে কোর্ট ড্রাই ওয়াশ করা খুবই সহজ, তাই যখন তখন কোর্টের উজ্জ্বলতা বুঝে কাজটি করা যায়। যেকোনো কঠিন দাগ দূর করতে খুব সহজেই কোর্ট ড্রাই ওয়াশ খুব গুরুত্বপূর্ণ। কোর্ট ড্রাই ওয়াশ না করলে কোর্টের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়।

 কেনো কোর্ট নিয়মিত ড্রাই ওয়াশ করা উচিত

প্রতিদিনের ব্যবহারে কোর্টে ময়লা জমে যা কোর্টের গায়ে লেগে যায়। দীর্ঘদিন ব্যবহারে ধুলোবালিতে কোর্টের উজ্জ্বলতা নষ্ট হয়। কোর্টের গায়ে অনেক সময় কঠিন দাগ পড়ে যায় তখন কোর্ট ড্রাই ওয়াশ করা উচিত। তাছাড়া, খাওয়ার সময় কোর্টে ময়লা লেগে যেতে পারে। কোর্ট নিয়মিত ড্রাই ওয়াশ না করলে একসময় এর উজ্জ্বলতা এবং কাপড় নষ্ট হয়ে যেতে পারে। 

কোর্টে যেকোনো ধরনের ময়লা লাগুক না কেনো তা খুব দ্রুত ড্রাই ওয়াশ করা উচিত। ঘরে বসে কোর্ট ড্রাই ওয়াশ করার অভিজ্ঞতা থাকলে খুব সহজেই তা পারা যায়। বেশি ময়লা ধরে এমন ধরনের কোর্টগুলো সাধারণত সপ্তাহে একবার বা দুইবার ড্রাই ওয়াশ করা উচিত। তবে, ব্যবহারের পরিমাণ বা কোর্টের কাপড়ের অবস্থার উপর নির্ভর করে এটি আরও বেশি বা কম হতে পারে।

কোন কোর্ট  ড্রাই ওয়াশের প্রয়োজন হয় না

সুতি, লিনেন, কটন, কাপড়ের কোর্ট সাধারণত পানিতে ধুয়ে ফেলা যায়। এইসব কোর্ট ধোয়ার পরে আয়রন করে নিলে উজ্জ্বলতা বেড়ে যায়। এইসব কোর্ট পানি দিয়ে খুব সহজেই ওয়াশ করা যায়। বেশিরভাগ কোর্টের কাপড় পানি দিয়ে ওয়াশ করলে কাপড় পেচিয়ে যায়। 

কোর্ট ড্রাই ওয়াশ করার আগে অবশ্যই কোর্টের লেবেলে নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন। কারণ, কিছু কোর্ট ড্রাই ওয়াশের জন্য উপযুক্ত নয়।

মাত্র ২মিনিটে ইয়ারফোন পরিষ্কার করার ঘরোয়া উপায়

কোর্ট ড্রাই ওয়াশ নাকি ড্রাই ক্লিন করা ভালো

কোর্ট ড্রাই ওয়াশ এবং ড্রাই ক্লিন উভয়ই পানি ছাড়াই পরিষ্কার করার পদ্ধতি। তবে, কিছু পার্থক্য রয়েছে।

কোর্ট ড্রাই ওয়াশ

কোর্ট ড্রাই ওয়াশ রাসায়নিক পদার্থের মিশ্রণে রাখা হয়। রাসায়নিক পদার্থগুলো ময়লা এবং দাগ দূর করে কোর্ট পরিষ্কার করে। কোর্ট ড্রাই ওয়াশ সাধারণত দ্রুত হয় এবং এতে কম খরচ হয়। কিছু কিছু ক্ষেত্রে কোর্ট ড্রাই ওয়াশে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলো কোর্টের কাপড়ের জন্য ক্ষতিকর হতে পারে।

কোর্ট ড্রাই ক্লিন

কোর্ট ড্রাই ক্লিনেও পোশাককে রাসায়নিক পদার্থের মিশ্রণ দিয়ে করা হয়।  কোর্ট ড্রাই ওয়াশের তুলনায় ড্রাই ক্লিনিংয়ে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলো কম ক্ষতিকর। ড্রাই ক্লিনিং কোর্ট ড্রাই ওয়াশের তুলনায় অধিকতর ধীর।  ড্রাই ক্লিনিং কোর্ট ড্রাই ওয়াশের তুলনায় পোশাকের জন্য বেশি নিরাপদ। কোর্ট ড্রাই ক্লিনিং-এ কোর্টের কাপড় দীর্ঘদিন উজ্জ্বলতা থাকে।

কোর্ট ড্রাই ওয়াশ কেনো করবেন

কোর্ট ড্রাই ওয়াশ নাকি ড্রাই ক্লিন করা ভালো তা কোর্টের কাপড়ের ওপর নির্ভর করে। কোর্ট ড্রাই ওয়াশ ঘরে বসেই খুব সহজে করা যায়।

  • কোর্ট দ্রুত পরিষ্কারের প্রয়োজন হল
  • কম খরচে কোর্ট পরিষ্কার করতে চাইলে
  • পোশাক খুব বেশি ময়লা বা দাগযুক্ত হলে
  • কোর্টে কঠিন দাগ হলে কোর্ট ড্রাই ওয়াশ করা উচিত

কোর্ট ড্রাই ক্লিন কেনো করবেন

কোর্ট ড্রাই ক্লিন ঘরে বসেই করা যায়, তবে এটির খরচ একটু বেসি হয়ে থাকে। বিভিন্ন পরিষ্কারক কেমিক্যাল দিয়ে এই কাজটি করা হয়। নিচে দেখুন কোর্ট কেনো ড্রাই ক্লিন করবেন,

  • কোর্ট খুব বেশি সূক্ষ্ম বা দামি হলে কোর্ট ড্রাই ক্লিন করা ভালো।
  • পোশাকে কোনও বিশেষ দাগ থাকলে করা যায়।
  • পোশাকের স্থায়িত্ব বা উজ্জ্বলতা বাড়াতে চাইলে।
  • কিছু দামি কোর্ট রয়েছে যেগুলোর কাপড় খুবই সূক্ষ। দামি কোর্ট ড্রাই ক্লিন করা ভালো।

সুতরাং, কোর্ট ড্রাই ওয়াশ এবং ড্রাই ক্লিন উভয়ই পরিষ্কারের জন্য কার্যকর উপায়। পোশাকের ধরন এবং পরিষ্কারের প্রয়োজন বিবেচনা করে কোনটি করা ভালো তা নির্ধারণ করা উচিত।

বাসায় কোর্ট ড্রাই ওয়াশ খরচ কেমন

কোর্ট ড্রাই ওয়াশ খরচ নির্ভর করে পোশাকের কোয়ালিটি ও পোশাকের আকারের উপর। সাধারণত, দোকানে কোর্ট ড্রাই ওয়াশের খরচ প্রতি পোশাকের জন্য ৩০০-১০০০ টাকার মধ্যে হয়। বাসায় কোর্ট ওয়াশ করলে খরচ আরো কমে আসে। কোর্ট ড্রাই ওয়াশ করার জিনিসপত্র কিনে নিলে অনেকদিন সেগুলো ব্যবহার করা যায়। ঘরে কোর্ট ড্রাই ওয়াশ করলে সময় এবং খরচ দুটোই বেঁচে যায়।

বাসায় কোর্ট ড্রাই ওয়াশ করার সঠিক নিয়ম

বাড়িতে কোর্ট ড্রাই ওয়াশ করা বেশ সহজ। সঠিক প্রশিক্ষন নিয়ে রাখলে নিজের কোর্ট নিজেই পরিষ্কার করতে পারবেন। তবে, কিছু বিষয় খেয়াল রাখতে হবে যাতে পোশাক ক্ষতিগ্রস্ত না হয়।

কোর্ট ড্রাই ওয়াশ করার প্রয়োজনীয় উপকরণ

  • কোর্ট ড্রাই ওয়াশিং সলিউশন
  • কোর্ট ড্রাই ওয়াশিং ব্রাশ
  • হ্যাঙ্গার
  • সাদা সুতি কাপড়

চলুন যেনে নেই কোর্ট ড্রাই ওয়াশ করার ঘরোয়া সঠিন নিয়ম

প্রথমে আপনার কোর্ট কি ধরনের সেটা নির্বাচন করুন। পোশাকের লেবেলে নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন। কিছু কোর্ট ড্রাই ওয়াশের জন্য উপযুক্ত নয়। কিছু কোর্ট ড্রাই ক্লিন করতে হয়।

কোর্টের বোতাম, জিপার, ইত্যাদি খুলে ফেলুন। কোর্ট ড্রাই ওয়াশ করার আগে এইসব খুলে ফেলা উচিত।

একটি পাত্রে কোর্ট ড্রাই ওয়াশিং সলিউশন তৈরি করুন। না জানলে ইউটিউব থেকে সহযোগিতা নিতে পারেন। কোর্ট ড্রাই ওয়াশ করার জন্য পরিমাণ মত ওয়াশিং সলিউশন মিক্সড করুন।

কোর্টের উপর ওয়াশিং সলিউশন অল্প অল্প করে ঢালুন। কোর্ট ড্রাই ওয়াশিং ব্রাশ দিয়ে পোশাক ভালভাবে ঘষুন। যেসকল যায়গায় বেশি দাগ সেখানে ভালো মত ঘষুন।

পাতলা সুতি কাপড় দিয়ে কোর্টের উপর থেকে ওয়াশিং সলিউশন মুছে উঠিয়ে ফেলুন। কাপড় দিয়ে কোর্টের উপর আলতো করে ঘষতে থাকুন যেনো দ্রুত ওয়াশিং সলিউশন উঠে যায়। কোর্ট পুরো ভিজাবেন না এতে কাপড় নষ্ট হয়ে যেতে পারে।

ঘরে বসেই স্মার্টফোনের পারফরম্যান্স বাড়ানোর আইডিয়া

স্কস টেপ দিয়ে কোর্ট ক্লিন করার উপায়

স্কস টেপ দিয়েও ঘরে বসে খুব সহজে কোর্ট ক্লিন করা যায়। কোর্টের গায়ের আগলা ধুলো বালি খুব সহজেই তোলা যায়। কোর্টের গায়ে আগলা ধুলো বা সুতা টাইপের কিছু লেগে কোর্ট খুব দ্রুত উজ্জ্বলতা নষ্ট হয়। স্কস টেপের আঠা দিয়ে এইসব ধুলোবালি খুব সহজেই তোলা যায়। কোর্ট এর গায়ে স্কস টেপ লাগিয়ে তা টান দিয়ে তুললে কোর্টের আগলা ধুলোবালি উঠে যায়।

QUORA ড্রাই ওয়াশ কী? কিভাবে করা হয়?

কোর্ট ড্রাই ওয়াশ করার সাবধানতা

  • কোর্ট ড্রাই ওয়াশিং সলিউশন চোখে বা ত্বকে লাগলে খুব দ্রুত পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • কোর্ট ড্রাই ওয়াশিং সলিউশন শিশুদের নাগালের বাইরে রাখুন।
  • কোর্ট ড্রাই ওয়াশিং সলিউশন বেশিক্ষণ কোর্টে রাখবেন না।